পদ্মাবতী-বিতর্ক: সংসদীয় প্যানেলের প্রশ্নবাণের মুখে বনশালী
নয়াদিল্লি: ‘পদ্মাবতী’ বিতর্কে সংসদীয় প্যানেলের প্রশ্নবাণের মুখে পরিচালক সঞ্জয় লীলা বনশালী। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ঠিক কী কারণে ‘বাছাই করা’ সংবাদমাধ্যমের জন্য ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেন তিনি।
বৃহস্পতিবার, সংসদের স্থায়ী কমিটির (তথ্যপ্রযুক্তি) প্রতিনিধিদের সামনে হাজির হন পদ্মাবতী ছবির পরিচালক বনশালী। ছবি ঘিরে উদ্ভূত বিতর্ক নিয়ে তাঁর মতামত শোনেন প্যানেলের সদস্যরা।
সূত্রের খবর, কমিটি তাঁর থেকে জানতে চায়, কী করে আপনি ধরে নিলেন যে ১১ নভেম্বর জন্য সেন্সর বোর্ডের অনুমোদনের জন্য ছবি পাঠিয়ে তা ১ ডিসেম্বর মুক্তি করাবেন? তাঁকে বলা হয়, একটি ছবিকে মুক্তির অনুমোদন দিতে সাধারণত ৬৮ দিন সময় নেয় সিবিএফসি বা সেন্সর বোর্ড।
তাঁকে প্রশ্ন করা হয়, ‘বাছাই করা’ সংবাদমাধ্যমের জন্য ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা কি নৈতিক বা স্বচ্ছতার উদাহরণ? এটা কী সেন্সর বোর্ডকে প্রভাবিত করা নয়? তাঁকে আরও প্রশ্ন করা হয়, বিতর্ক তৈরি করে ছবিকে বেচার যে প্রবণতা তৈরি হয়েছে আজকাল, তিনিও কি তাই চাইছেন?
প্যানেল জানিয়েছে, বিতর্কের জন্য বিভিন্ন সংবাদমাধ্যম ছবিকে উন্মুক্ত জমি দিয়েছে। এমনকী, বিভিন্ন সোশ্যাল মিডিয়াও ছবিকে সমর্থন করেছে। কমিটির সদস্যরা বনশালীকে স্মরণ করিয়ে দেন, তাঁর ছবি সর্বদা দুই গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে চাপানউতোর তৈরি করে।
কমিটির সামনে এদিন হাজিরা দেন সেন্সর বোর্ডের প্রধান প্রসূণ জোশীও। এর আগে এদিন আরেকটি কমিটির সামনে হাজিরা দেন। সেখানে তিন জানান, বিশেষজ্ঞদের ছবিটি দেখিয়ে তাঁদের মতামত নেওয়ার পরই এই সংক্রান্ত কোনও সিদ্ধান্তগ্রহণ করা হবে।