ভোপাল গণধর্ষণ: মহিলা হস্টেল, স্কুল ও ধর্মীয়স্থান লাগোয়া মদের দোকান বন্ধের সিদ্ধান্ত শিবরাজের
ভোপাল: গণধর্ষণকাণ্ডের জের। রাজ্যজুড়ে মহিলা হস্টেল, স্কুল ও ধর্মীয়স্থলের কাছে থাকা সবকটি মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।
গত ৩১ অক্টোবর রাতে, ভোপালে কোচিং ক্লাস থেকে ফেরার পথে এক মহিলাকে অপহরণ করে গণধর্ষণ করার অভিযোগ ওঠে চার দুষ্কৃতীর বিরুদ্ধে। তদন্তে নেমে অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
কিন্তু, এই ঘটনায় মধ্যপ্রদেশে তুমুল শোরগোল পড়ে যায়। ড্যামেজ কন্ট্রোলে নামে রাজ্য প্রশাসন। শিবরাজ প্রতিশ্রুতি দেন, প্রতি সপ্তাহে মহিলাদের নিরাপত্তা খতিয়ে দেখবে তাঁর সরকার।
মঙ্গলবার, এই মর্মে প্রথম বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় মহিলাদের হস্টেল, স্কুল ও ধর্মীয়স্থানের কাছে থাকা সমস্ত মদের দোকান বন্ধ করা হবে। এদিনের বৈঠকে আধিকারিকদের এধরনের মদের দোকানের তালিকা তৈরি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, মদের দোকান লাগোয়া সব মদের ঠেক ভেঙে দেওয়ারও নির্দেশ দিয়েছেন শিবরাজ। তিনি জানান, মহিলাদের হস্টেলের গেটে সিসিটিভি বসানো হবে। এছাড়া, উত্তেজনাপ্রবণ এলাকার মদের দোকানও বন্ধ করার নির্দেশ দেন তিনি। যদিও, কতদিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করা হবে, তা জানা যায়নি।
মদের দোকান বন্ধের পাশাপাশি, পর্ন সাইটগুলির কুপ্রভাব নিয়ে স্কুলে-স্কুলে শিবির করারও সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন। একইসঙ্গে, স্কুল, কলেজ বাস ও সরকারি বাসে সিসিটিভি ও জিপিএস বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বৈঠকে স্থির হয়েছে, প্রত্যেক স্কুলবাসে যেন একজন করে মহিলা কন্ডাক্টর থাকেন। চালকদের পরিচয় যাচাই করা হবে। এরজন্য রাজ্যের পরিবহণ দফতরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টির ওপর তদারকি করবেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব।