এক্সপ্লোর
লালুর ঘরে অশান্তি! নীতীশ গুজব ছড়াচ্ছেন, দাবি ছোট ছেলে তেজস্বীর
পটনা: লালুপ্রসাদ যাদবের পরিবারে অশান্তি, ঝগড়াঝাটির খবর অস্বীকার তেজস্বী যাদবের। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সভাপতির ছোট ছেলের অভিযোগ, দলীয় কর্মীদের মনোবল ভেঙে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই তাঁদের পরিবারের ঘরোয়া কোন্দলের গুজব ছড়াচ্ছেন!
তেজস্বীকে আজ সাংবাদিকরা তাঁদের পরিবারের বিরুদ্ধে একের পর এক তদন্ত সংস্থাগুলির খানা তল্লাশি, জিজ্ঞাসাবাদ সম্পর্কে প্রশ্ন করেন। তাঁকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা চলায়, তিনি প্রচার পাচ্ছেন বলে নাকি অসন্তুষ্ট বড়দা তেজপ্রতাপ, বড় বোন মিশা যাদব? তেজস্বীর স্পষ্ট উত্তর, আমাদের পরিবারের ঘরোয়া বিরোধ, ঝগড়া নিয়ে এইসব প্রচার চালানো হচ্ছে নীতীশ কুমারের নির্দেশে। আমাদের একনিষ্ঠ দলীয় কর্মী, সদস্যদের মানসিক ভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মনে হচ্ছে, ক্ষমতাসীন লোকজন নিজেদের কাজকর্ম নিয়ে কথা বলার পরিবর্তে আমার পরিবারের ব্যাপারে গুজব ছড়িয়ে ভোট পেতে চাইছে। এটাই আপনাদের জন্য নরেন্দ্র মোদী জমানায় নতুন ভারতের চেহারা।
কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকসমতা পার্টি প্রধান উপেন্দ্র কুশওয়ার বিহারে আরজেডি, কংগ্রেস, হিন্দুস্তানি আওয়াম মোর্চা জোটে যোগদানের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, অনেকদিন আগে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যা এখনও বহাল রয়েছে। ওনাকেই সিদ্ধান্ত নিতে হবে।
নীতীশ কুমার রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ বলেও অভিযোগ করেন তেজস্বী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement