সুকমায় নিহত জওয়ানের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের চেক বাউন্স, বিতর্কে নীতীশ সরকার
![সুকমায় নিহত জওয়ানের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের চেক বাউন্স, বিতর্কে নীতীশ সরকার Bihar Govts Cheque Of 5 Lakh To Sukma Martyrs Family Bounces সুকমায় নিহত জওয়ানের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের চেক বাউন্স, বিতর্কে নীতীশ সরকার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/10234723/nitish_kumar.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পটনা: বিহার সরকারের দেওয়া ক্ষতিপূরণের চেক বাউন্স!
সুকমায় মাওবাদী হানায় নিহত সিআরপিএফ জওয়ান রঞ্জিত কুমারের পরিবারকে যে ৫ লক্ষ টাকার চেক দিয়েছিল নীতীশ কুমার সরকার, ব্যাঙ্কে তা বাউন্স করেছে বলে জানা গিয়েছে।
গতমাসের হামলায় ২৫ জন জওয়ান নিহত হয়েছিলেন। এঁদের মধ্যে ৬ জওয়ান বিহারের বাসিন্দা ছিলেন। এমনিতে জওয়ানদের শেষ শ্রদ্ধা জানাতে বিহারের কোনও মন্ত্রী হাজির হননি।
রঞ্জিত কুমার বিহারের শেখপুরার বাসিন্দা। তাঁর মৃত্যুর দু সপ্তাহ পার হলেও, এখনও ক্ষতিপূরণের চেক ভাঙাতে বিভিন্ন দোরে ঘুরতে হচ্ছে তাঁর পরিবারকে।
জানা গিয়েছে, রঞ্জিতের স্ত্রী সবিতা দেবীর নামে চেকটি জমা দেন তাঁর এসবিআই ব্যাঙ্কের জামুই শাখায়। চেকটির ইস্যুয়ার ছিল এইচডিএফসি ব্যাঙ্কের শেখপুরা ব্রাঞ্চ। কিন্তু, চেকটি ক্লিয়ারিংয়ের জন্য যায় পটনায়। সেখান থেকে যায় নয়ডায়।
অভিযোগ, সই না মেলার জন্য চেকটি বাউন্স হয়। জানা যায়, ব্যাঙ্কের খাতায় সই করার ক্ষমতা রয়েছে শেখপুরার প্রাক্তন জেলাশাসক চন্দ্রশেখর সিংহের নামে। অথচ, চেকে সই রয়েছে বর্তমান ডিএম দীনেশ কুমারের।
এই প্রসঙ্গে জানাজানি হলে, বিহার প্রশাসনের তরফে বিষয়টির দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)