এক্সপ্লোর
Advertisement
উপেন্দ্র কুশওয়াকে এনডিএ ছেড়ে আরজেডি-জোটে আসার প্রস্তাব তেজস্বীর
পটনা: আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে বিহারের রাজনৈতিক সমীকরণ নিয়ে চলছে নতুন নতুন অঙ্ক কষার কাজ। এনডিএ শিবিরে আসন বন্টনে দরকষাকষির ইঙ্গিতের মধ্যেই নয়া জল্পনা উস্কে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি এনডিএ শরিক উপেন্দ্র কুশওয়াকে আরজেডি-জোটে সামিল হওয়ার প্রস্তাব দিলেন। তেজস্বী বলেছেন, উপেন্দ্র কুশওয়া যদি তাঁদের সঙ্গে আসতে চান, তাহলে স্বাগত। তেজস্বী আরও বলেছেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের চেয়ে বড় নেতা কুশওয়া। তাঁর জনভিত্তি নীতীশের চেয়ে বেশি। আরজেডি নেতা বলেছেন, কুশওয়া এ ব্যাপারে মনস্থির করে কথাবার্তা শুরু করলে তবেই জোটের ব্যাপারে কিছু হতে পারে।
তেজস্বী বলেছেন, আগামী দিনে আমাদের জোটে যুক্ত হতে পারে নতুন শরিক। উপেন্দ্র কুশওয়ার আদর্শের পরিপ্রেক্ষিতে এনডিএ-তে তাঁর কোনও স্থান নেই। তিনি যদি আমাদের সঙ্গে আসতে চান, তাহলে আমরা তা বিবেচনা করব।
তেজস্বী বলেছেন, তাঁদের জোটে সবাই ভাই-ভাই। কেউ বড় বা ছোট নয়। আসন নিয়েও তাঁদের জোটে কোনও বিবাদ হবে না।
এনডিএ-তে আসন বন্টন নিয়ে বিবাদের ইঙ্গিত সম্পর্কে তেজস্বী বলেছেন, বেশি আসন পাওয়ার জন্য নীতীশ কুমার রামবিলাস পাসোয়ানের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির ওপর চাপ বাড়াতে চাইছেন। তেজস্বী বলেছেন, নীতীশের যা বর্তমান পরিস্থিতি তাতে বিজেপি তাঁকে একটিও বেশি আসন দিতে চাইবে না বলেও দাবি তেজস্বীর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement