এক্সপ্লোর
Advertisement
সোনোয়ালের নেতৃত্বে অসমে ক্ষমতা দখল বিজেপির
গুয়াহাটি: অসমে পা রাখছে বিজেপি। উত্তরপূর্ব ভারতে এই প্রথম কোনও রাজ্যে পদ্মফুল ফুটছে। টানা চারবার ক্ষমতায় ফেরার কংগ্রেসের স্বপ্ন বানচাল করে দিলেন সর্বানন্দ সোনোয়াল। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি ও তার শরিকরা ৬৪টি আসন পেয়ে ১২৬ আসনবিশিষ্ট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। একাই বিজেপি পেয়েছে ৪৪টি, শরিক অগপ ১১টি আসন। বিজেপি এগিয়ে রয়েছে ১৭টিতে। তিনটিতে এগিয়ে রয়েছে অগপ। বোড়ো পিপলস ফ্রন্ট ৯টি আসন ধরে রেখে এগিয়ে আছে তিনটিতে। কংগ্রেস আগের বিধানসভায় পেয়েছিল ৬৮টি আসন। এবার তাদের প্রাপ্তি মাত্র ২১টি, এগিয়ে আছে তিনটিতে। তরুণ গগৈ নিজে জিতলেও মুখ থুবড়ে পড়েছে তাঁর দল।
তবে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ। ভোটের আগে বলা হচ্ছিল, তিনি হতে চলেছেন কিং মেকার। কিন্তু ভোটে চরম ভরাডুবি হয়েছে তাদের। তারা ছিল প্রধান বিরোধী দল। মাত্র ৯টি আসন পেয়েছে তারা। এগিয়ে আছে চারটিতে। অসমের দক্ষিণ সালামারায় হেরেছেন আজমল। তিনি ১৬৭২৩ ভোটে পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থীর কাছে।
অসমে বিজেপির ক্ষমতায় আসার প্রবণতা স্পষ্ট ছিল ভোটগণনার প্রাথমিক পর্বেই। মাজুলি (সংরক্ষিত) আসনে এগিয়ে ছিলেন সর্বানন্দ সোনোয়াল। তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করেই বিধানসভা ভোটে নেমেছিল বিজেপি। তিনি অনেক পিছনে ফেলে দেন বিরোধী কংগ্রেস প্রার্থী রাজীব লোচন পেগুকে। শেষ পর্যন্ত ভাল ব্যবধানে জয়ী হন তিনি।
ভোট-পরবর্তী সমীক্ষার ইঙ্গিত ছিল, তরুণ গগৈয়ের কংগ্রেস সরকার ক্ষমতা হারাচ্ছে উত্তর পূর্বের এই রাজ্যে। সেখানে পালাবদল হচ্ছে এবার।
# অসমের দক্ষিণ সালামারায় হারলেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। তিনি ১৬৭২৩ ভোটে পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থীর কাছে।
#অসমে ইতিহাস গড়ছে বিজেপি। এই প্রথম উত্তর পূর্বের কোনও রাজ্যে ক্ষমতায় আসছে তারা। অসমের মোট ১২৬টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৭৩টিতে। ক্ষমতাসীন কংগ্রেস অনেক পিছিয়ে আছে। তারা এগিয়ে মোটে ৩৩টি আসনে। বদরুদ্দিন আজমলের এআইইউডিএফের প্রার্থীরা ১৩টি কেন্দ্রে জয়ের পথে। অন্যরা এগিয়ে আটটি আসনে।
#অসমে বিজেপির ক্ষমতায় আসার প্রবণতা স্পষ্ট ভোটগণনার প্রাথমিক পর্বে। মাজুলি (সংরক্ষিত) আসনে এগিয়ে রয়েছেন সর্বানন্দ সোনোয়াল। তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করেই বিধানসভা ভোটে নেমেছিল বিজেপি। তিনি অনেক পিছনে ফেলে দিয়েছেন বিরোধী কংগ্রেস প্রার্থী রাজীব লোচন পেগুকে।
ভোট-পরবর্তী সমীক্ষার ইঙ্গিত ছিল, তরুণ গগৈয়ের কংগ্রেস সরকার ক্ষমতা হারাচ্ছে উত্তর পূর্বের এই রাজ্যে। সেখানে পালাবদল হচ্ছে এবার। যদিও মুখ্যমন্ত্রী গগৈ এগিয়ে রয়েছন।
#বিজেপি শ্রীকান্ত শর্মা বলেছেন, এটা নিশ্চিত, রাজ্যে পদ্মফুল ফুটছে। অসমে ইতিবাচক ফল হবে, খুবই আশাবাদী বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই পাবে, আমি নিশ্চিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement