এক্সপ্লোর
টিআরএস, এআইএমআইএম, কংগ্রেসের ‘যৌথ চক্রান্ত’, হায়দরাবাদে ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম, কমিশনে স্মারকলিপি দিয়ে তদন্ত দাবি বিজেপির
নয়াদিল্লি: তেলঙ্গানা বিধানসভা ভোটের আগে হায়দরাবাদের ১৫টি বিধানসভা কেন্দ্রে নিয়ম ভেঙে রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে বলে অভিযোগ করল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি, বিজেপির মিডিয়া শাখার জাতীয় প্রধান অনিল বালুনি ও দলের অন্য নেতাদের একটি প্রতিনিধিদল বুধবার নির্বাচন কমিশনের শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়ে দাবি করেন, এর পিছনে চক্রান্ত রয়েছে। কমিশন এর তদন্ত করুক।
পরে সাংবাদিকদের নকভি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্পষ্ট বক্তব্য, রোহিঙ্গা মুসলিমরা ভারতীয় নাগরিক নয়, তা সত্ত্বেও তেলঙ্গানায় ভোটার লিস্টে তাদের নাম ঢোকানো হয়েছে। রোহিঙ্গাদের ভোটার হিসাবে নথিভুক্তিকরণ ঘটিয়ে দেশের আইন বিরোধী কাজ করা হয়েছে। কমিশন এর তদন্ত করতে বিশেষ তদন্ত টিম নিয়োগ করতে পারে। একটি বিশেষ ধর্মের মানুষের বিরুদ্ধে তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস), এআইএমআইএম ও কংগ্রেস যৌথ চক্রান্ত করে হায়দরাবাদের বিধানসভা আসনগুলিতে রোহিঙ্গাদের নাম তুলেছে বলে দাবি করেন তাঁরা।
৭ ডিসেম্বর তেলঙ্গানায় ভোটগ্রহণ। মাত্র ৯ দিন বাকি থাকতে বিজেপি প্রতিনিধিদলটি দাবি করেছে, ভোটের আগেই গ্রেটার হায়দরাবাদ পুর নিগমের অন্তর্ভূক্ত ১৫টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা সংশোধন করতে হবে।
ভোটার সংখ্যায় অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে, ভোটদাতাদের সংখ্যায় ওঠাপড়া দেখা গিয়েছে বলেও অভিযোগ বিজেপির।
তেলঙ্গানার ক্ষমতাসীন সরকার নানা ভাবে ভুয়ো ভোটারের নাম তালিকায় ঢুকিয়েছে বলে অভিযোগ করে বিজেপি স্মারকলিপিতে উল্লেখ করেছে যে, একটিমাত্র ঠিকানায় ৭০০ ভোটারের নাম নথিভুক্তির উদাহরণও আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement