এক্সপ্লোর
Advertisement
জামনগরে হাসপাতালে হিংসা ও ভাঙচুরের ঘটনায় ছয় মাসের কারাদণ্ড গুজরাতের বিজেপি বিধায়কের
২০০৭-এ জামনগরের একটি সরকারি হাসপাতালে হিংসা ও ভাঙচুরের মামলায় গুজরাতে ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক রাঘবজী পটেল ও আরও চারজনের ছয় মাসের কারাদণ্ড দিল স্থানীয় একটি আদালত।
জামনগর: ২০০৭-এ জামনগরের একটি সরকারি হাসপাতালে হিংসা ও ভাঙচুরের মামলায় গুজরাতে ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক রাঘবজী পটেল ও আরও চারজনের ছয় মাসের কারাদণ্ড দিল স্থানীয় একটি আদালত।
অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রামসিংহ ভুরিয়া বলেছেন, জেলার ধ্রোলের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস এইচ জে জালা মঙ্গলবার এই মামলায় সাজা ঘোষণা করেছেন। পরে অবশ্য সাজাপ্রাপ্তদের আদালত জামিন দেয়।
আদালত জামনগর (গ্রামীন)-র এক বিধায়ক রাঘবজী পটেল ও মামলায় যুক্ত অন্য চারজনকে সরকারি সম্পত্তির লোকসান এবং সরকারি আধিকারিকদের ওপর হামলায় জন্য সাজা দিয়েছে।
ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি দোষী সাব্যস্তদের ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
২০০৭-এর অগাস্টে যখন এই ঘটনা ঘটে তখন কংগ্রেস বিধায়ক ছিলেন রাঘবজী।
এই মামলায় তিন সাংবাদিককে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনার দিন রাঘবজী ও তাঁর সমর্থকরা জামনগরের ধ্রোল শহরে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। ওই সময় ভাঙচুর ও অশান্তির ঘটনা ঘটে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement