এক্সপ্লোর
Advertisement
মোদি ‘রাম’, রাহুল ‘রাবণ’, প্রিয়ঙ্কা ‘সূর্পনখা’, এবার লঙ্কা জয় নিশ্চিত! কটাক্ষ বিজেপি বিধায়কের
বালিয়া (উত্তরপ্রদেশ): প্রিয়ঙ্কা গাঁধীর রাজনীতিতে প্রবেশকে কটাক্ষ করে বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের। বালিয়ার বিধায়ক সুরেন্দ্র সিংহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘রাম’ বলে উল্লেখ করার পাশাপাশি রাহুল গাঁধী, তাঁর বোনকে রাবণ, সূর্পনখার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, মোদি ভগবান রামের ভূমিকায় রয়েছেন আর কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী হলেন রাবণ, তাঁর বোন প্রিয়ঙ্কা সূর্পনখা। রাবণ বোনকে রামের বিরুদ্ধে নামিয়েছিলেন। ফলে লঙ্কা বিজয় নিশ্চিত। প্রিয়ঙ্কাকে দলের সাধারণ সম্পাদক নিয়োগ করে রাহুল ইতিমধ্যেই মোদির মোকাবিলায় নিজের ব্যর্থতা স্বীকার করে ফেলেছেন, এবার ভাই-বোন মিলে লড়বেন বলে কটাক্ষ করেন সুরেন্দ্র। বলেন, কী করে মোদির দৃঢ়তা, ঋজু চরিত্রের মুখোমুখি হবেন ওঁরা? ওনার মতো নেতা পাওয়া গর্বের ব্যাপার। প্রিয়ঙ্কার নিয়োগকে ‘তামাসা’ বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, এটা গণতন্ত্র। কী করে বোন সাধারণ সম্পাদক হলেন? এবার তো শালাও রাজনীতিতে নামবেন। ‘এইসব লোকজন’ ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত নন, যা কেবলমাত্র মোদি মতো ব্যক্তিত্বসম্পন্ন মানুষই পুষ্ট করতে পারেন।
প্রসঙ্গত, প্রিয়ঙ্কাকে যে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে যেমন প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসী পড়ছে, তেমনই রয়েছে রাহুল, তাঁর মা সনিয়া গাঁধীর নির্বাচনী কেন্দ্র অমেঠি, রায়বরেলিও।
মোদিই ফের দেশের প্রধানমন্ত্রী হবেন বলেও দাবি করেন সুরেন্দ্র। আগে তিনি মোদিকে ভগবানের রামের অবতার বলেন, দাবি করেন, বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গী করে দেশে রামরাজ্যের স্বপ্ন পূরণ করবেন তিনি।
নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসা সুরেন্দ্র কিছুদিন আগে এও বলেন, দেশে ধর্ষণ বৃদ্ধির জন্য বাবা-মায়েরাই দায়ী, তাঁরাই ছেলেমেয়েদের অবাধে ঘুরে বেড়াতে দেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement