এক্সপ্লোর
ইমাম, মুয়াজ্জিনদের মাসিক অনুদান বৃদ্ধির সিদ্ধান্ত: কেজরীবাল ভোটব্যাঙ্কের নোংরা রাজনীতি করছেন, তোপ বিজেপির

নয়াদিল্লি: বিজেপির নিশানায় অরবিন্দ কেজরীবাল। দিল্লির আমআদমি পার্টি (আপ) সরকারের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ইমাম ভাতা বাড়িয়েছেন। দিল্লি সরকারের সিদ্ধান্ত, ইমামদের মাসিক ভাতা ১০০০০ থেকে বেড়ে ১৮০০০ টাকা হচ্ছে। মুয়াজ্জিনদের মাসিক অনুদানও ৯০০০ থেকে বেড়ে ১৬০০০ টাকা করেছে কেজরীবাল সরকার। ইমামদের সভায় কেজরীবালের এই ঘোষণার বিরুদ্ধে সরব বিজেপি। আপ সরকার নোংরা ভোটব্যাঙ্ক রাজনীতি করছে বলে আজ অভিযোগ করেন প্রবীণ বিজেপি নেতা বিজয় গোয়েল। এক প্রতিবাদ সভায় তিনি বলেন, কেজরীবাল নোংরা রাজনীতি করছেন। মুসলিম ভোট ঝুলিতে পুরতেই তিনি ইমাম ভাতা বাড়িয়েছেন। এমন নিম্ন স্তরের রাজনীতি করা উচিত নয়। গোয়েলের আরও দাবি, আগে মাত্র ২০০ ইমাম ভাতা পেতেন, এখন দিল্লিজুড়ে ২০০০ ইমামের সবাইকে প্রাপক তালিকায় ঢোকানো হয়েছে। অযোধ্যা ইস্যুতে গোয়েল বলেন, প্রত্যেকেই অযোধ্যায় রামমন্দির চান, কিন্তু কংগ্রেসকে অবস্থান পরিষ্কার করে জানাতে হবে, তারা রামমন্দির চায় না চায় না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















