উত্তরাখণ্ডের থারালি আসন ধরে রাখল বিজেপি

দেরাদুন: পাশের রাজ্য উত্তরপ্রদেশে যেখান মুখ পুড়ল, সেখানেই উত্তরাখণ্ডের থারালি বিধানসভা আসন নিজেদের দখলে রেখে কিছুটা সম্মানরক্ষা করতে সক্ষম হল বিজেপি। বৃহস্পতিবার এই আসনে হওয়া উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়। সেখানে বিজেপি প্রার্থী মুন্নিদেবী শাহ প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী জীতরামকে ১,৯০০ ভোটের বেশি ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়ের ফলে, ৭০-আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপির শক্তি বেড়ে হল ৫৭। প্রসঙ্গত, এই আসনের বিজেপি বিধায়ক মগনলাল শাহের মৃত্যুর ফলে আসনটি ফাঁকা পড়ে গেলে তাঁর স্ত্রী মুন্নিদেবীকে সেখান থেকে প্রার্থী করে বিজেপি। ফলাফল ঘোষণার পরই এই জয়কে তৃণমূলস্তরের কর্মীদের কঠোর পরিশ্রম ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার প্রতি উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। বলেন, যদিও, নির্বাচন জয় অনেক বিষয়ের ওপর নির্ভর করে, তা সত্ত্বেও এই জয় মূলত এসেছে দলীয় কর্মীরা সঠিকভাবে প্রধানমন্ত্রীর লক্ষ্যকে মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন বলে। অন্যদিকে, রাজ্যে প্রদেশ কংগ্রেস প্রধান প্রীতম সিংহ জানান, মানুষের রায়কে তাঁরা মেনে নিচ্ছেন। পরাজয়ের কারণ নিয়ে পর্যালোচনা করা হবে।






















