এক্সপ্লোর
Advertisement
বিজেপি ব্যালটপত্রে ভোট করাক, ইভিএম নিয়ে যাবতীয় সংশয় চিরতরে কেটে যাবে, বলল শিবসেনা
মু্ম্বই: কর্নাটকে বিজেপি একক বৃহত্তম দল হওয়ার পরও তাদের জয় নিয়ে সন্দিহান শিবসেনা। দলের প্রধান উদ্ধব ঠাকরের দাবি, ইভিএমে ভোটের গ্রহণযোগ্যতা, বৈধতা নিয়ে সংশয় আছে অনেকেরই। তাই বিজেপি ব্যালটপত্রে ভোট করাক। উদ্ধবের দাবি সমর্থন করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) সভাপতি রাজ ঠাকরেও ট্যুইট করেছেন, এটা ইভিএম মেশিনের জয়।
উদ্ধব কর্নাটকের ভোটগণনার ফল বেরতে থাকার মধ্যেই বলেন, বিজেপি পরের পর উপনির্বাচনে হারছে, কিন্তু বিধানসভা নির্বাচনে জিতছে। নিজেদের ওপর আস্থা থাকলে একবার ওরা ব্যালট পেপারে ভোট করিয়ে দেখুক না! এত মানুষ যখন বলছেন, তখন ইভিএম নিয়ে বরাবরের মতো সংশয় দূর করে দেওয়া যাবে এতে।
রাহুল গাঁধী কংগ্রেসের সভাপতি হওয়ার পর প্রথম বড় নির্বাচনী লড়াইয়ে দল হারল, এ কথা বলা হলে উদ্ধব বলেন, ভোট আসে যায়। কখনও আপনি জিতবেন, কখনও বা হারবেন। কিন্তু কাজ করে যেতে হবে।
বিজেপিকে কর্নাটকের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে উদ্ধব বলেন, এবার রাজ্যবাসী 'অচ্ছে দিন' দেখতে পাবেন, আশা করা যায়।
প্রাক্তন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যবন অবশ্য কংগ্রেস, জেডি (এস)-এর জোট করে কর্নাটকের পরবর্তী সরকার গড়ার পক্ষে সওয়াল করে বলেছেন, বিধানসভায় ওই দু দল এক হলে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে। সুতরাং আমরা একজোট হয়ে সরকার গড়লেই বিচক্ষণতার পরিচয় দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement