BJP Uttarkanya Abhijan LIVE: বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার, এক কর্মীর মৃত্যু, দাবি বিজেপির; কৈলাসের গাড়ি ভাঙচুরের অভিযোগ
নবান্নের পরে এবার উত্তরকন্যা অভিযান বিজেপির। সোমবার উত্তরকন্যায় সাড়াশি আক্রমণ হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের। বিজেপি পাল্টা কটাক্ষ তৃণমূলের।
LIVE
Background
কলকাতা: আজ বিজেপির উত্তরকন্যা অভিযান। নবান্ন অভিযান হয়েছিল আগেই। এবার টার্গেট উত্তরকন্যা। মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভার দিনেই বিজেপির (BJP) এই অভিযোন। আর তা ঘিরে কোমর বেঁধে প্রস্তুত পুলিশ প্রশাসন। বিজেপির মিছিল যাতে উত্তরকন্যার ধারেপাশে পৌঁছতে না পারে, তার জন্য গড়ে তোলা হয়েছে পুলিশ দুর্গ। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে জলকামান, ব্যারিকেড, কাঁদানে গ্যাস নিয়ে তৈরি সারি সারি পুলিশ কর্মী। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন বিজেপি নেতা-নেত্রী-কর্মীরা। উত্তরবঙ্গের কোনও সমস্যাই সমাধান করতে ব্যর্থ সরকার, এই অভিযোগ নিয়েই আজকের অভিযানে ঝাঁপাচ্ছে বিজেপি নেতৃত্ব। বকলমে বিজেপির যুব মোর্চা এই কর্মসূচির ডাক দিলেও, এখানে থাকছেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা।
বিজেপি সূত্রে খবর, দুটি পয়েন্ট থেকে উত্তরকন্যার (Uttarkanya) দিকে এগোবে মিছিল। একটি মিছিল শুরু হবে শিলিগুড়ির নৌকাঘাট থেকে। নেতৃত্ব দেবেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । অন্য মিছিলটি বেরোবে ফুলবাড়ি থেকে। সেই মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ১১ টায় এসে পৌঁছবেন কৈলাস বিজয়বর্গীয়। আলিপুরদুয়ার থেকে প্রায় ৫ হাজার কর্মী সমর্থক অভিযানে সামিল হবেন বলে দাবি বিজেপি যুব মোর্চার।
বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে রুখতে তত্পর প্রশাসন। পরিস্থিতি মোকাবিলা করতে অন্য জেলা থেকেও আনা হয়েছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে জলকামান। উত্তরকন্যার চারিদিকে কার্যত দুর্গ তৈরি করছে প্রশাসন। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। বাইরের কয়েকটি জেলা থেকেও আনা হয়েছে পুলিশ বাহিনী। বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে ব্যারিকেড।
২০১৯ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করে বিজেপি। বিজেপির সংগঠনও সেখানে মজবুত র। এই অভিযানের মাধ্যমে আর একবার সেখানে নিজেদের শক্তিপরীক্ষা করতে পারবে বিজেপি । রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে ৫৩টি। ২০১৯-এর লোকসভা ভোটের ফলে নিরিখে। এই ৫৩টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ২৮টিতে। তৃণমূল ২১টিতে। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিধানসভা ভোটের আগে তৃণমূলকে নিশ্চিতভাবেই উদ্বেগে রেখেছে লোকসভার রেজাল্টের সমীকরণ। এই প্রেক্ষাপটে উত্তরকন্যা অভিযানের মধ্যে দিয়ে বাড়তি অক্সিজেন জোগাড় করতে চাইছে বিজেপি।