এক্সপ্লোর
Advertisement
বাস্তবের সঙ্গে ফলের মিল নেই, কর্নাটকে বিজেপির জয় অবিশ্বাস্য, বলল এনসিপি
মুম্বই: কর্নাটকে বিজেপির জয় অবিশ্বাস্য। রাজ্যের বাস্তব পরিস্থিতির সঙ্গে ভোটের এই ফলের সঙ্গতি নেই। বলল শরদ পাওয়ারের দল এনসিপি। তারা কর্নাটক বিধানসভা ভোটে কংগ্রেসকে সমর্থন করেছে, নিজেরা প্রার্থী দেয়নি। তারাও দাবি করেছে, আগামী সব নির্বাচন হোক ব্যালটে।
মহারাষ্ট্র এনসিপি সভাপতি জয়ন্ত পাতিলের দাবি, কর্নাটকে কংগ্রেস ভালো জায়গায় ছিল। সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে কোনও প্রতিষ্ঠান-বিরোধী হাওয়াই ছিল না। এই প্রেক্ষাপটে বিজেপির জয় বিশ্বাসযোগ্য মনে হয় না। সেখানকার মানুষের ভাবনা আর বর্তমান পরিস্থিতির মধ্যে পার্থক্য আছে।
বিজেপি ও তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পার ভাবমূর্তি দুর্নীতির অভিযোগ থাকায় স্বচ্ছ নয় বলেও দাবি করেন তিনি। বলেন, কর্নাটকে বিজেপির প্রসার সীমিত। সুতরাং এই ফল সঠিক ভাবে খতিয়ে দেখতে হবে।
কী করে ধর্মনিরপেক্ষ ভোট ভাগ হল, সেই প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, সীমিত শক্তি সত্ত্বেও বিজেপি বেশি ভোট পেয়ে থাকলে ইভিএমের ভূমিকা ঘিরে সঙ্গত কারণেই সন্দেহ তৈরি হবে। হয়তো সময় বেশি লাগবে। কিন্তু সন্দেহের অবকাশ দূর করতে কমিশনের উচিত ব্যালটে ভোট করা, তাতে ভোট স্বচ্ছ হবে।
এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেন, এটা সুনিশ্চিত করাই বর্তমানে সবচেয়ে জরুরি যে, বিজেপিকে হারাতে কংগ্রেস সব সমমনোভাবাপন্ন সব দলকে একসঙ্গে নিয়ে চলবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement