বাজপেয়ীর জন্মদিনে বিজেপিতে যোগ দিলেন সাজিদ-ওয়াজিদ
মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন সাজিদ, ওয়াজিদ আলি। বলিউডের এই নামী, জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি গতকাল এখানে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ৯১-তম জন্মদিন উপলক্ষ্যে বিজেপির যুব শাখা আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রের শাসক দলে নাম লেখান।
বাজপেয়ীর ভূয়সী প্রশংসা করে ফঢ়নবিশ বলেন, দেশের ক্ষমতা, শক্তি বাড়াতে গোটা জীবন ধরে কঠোর পরিশ্রম করেছেন অটলজি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটলজির স্বপ্নই সাকার করছেন মাত্র। অটলজির জন্মদিনে আমরা একটিই শপথ করতে পারি। তা হল, দুর্নীতিমুক্ত ভারত গড়ে তুলব।
নামী দুই বলিউডি সঙ্গীত পরিচালককে ঘরের সদস্য করার দিনেও ডিজিটাল লেনদেনের প্রসঙ্গ গুরুত্ব পায় মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন, এখানে উপস্থিত প্রত্যেক যুবককে আবেদন করছি, কী করে নগদহীন লেনদেন, ব্যাবসা করা যায়, তা দশটি লোককে শেখান, অটলজীর দুর্নীতিমুক্ত ভারত নির্মাণের স্বপ্ন পূরণে সাহায্য করুন। প্রধানমন্ত্রী থাকাকালে আন্তর্জাতিক স্তরে সুনাম কুড়িয়েছিল ভারত। বিজেপি আজ যেখানে এসে দাঁড়িয়েছে, সেটা অটলজির জন্যই, এমন মন্তব্যও করেন তিনি।