এক্সপ্লোর
Advertisement
ট্রেনারের পরামর্শে দু বেলা গোমাংস খেয়ে অলিম্পিক্সে ৯টি সোনা জিতেছেন বোল্ট, ট্যুইট বিজেপি এমপি-র!
নয়াদিল্লি: দল গোহত্যা, গোমাংস খাওয়ার বিপক্ষে। কিন্তু কার্যত গোমাংস ভক্ষণের পক্ষেই সওয়াল করলেন বিজেপি সাংসদ উদিত রাজ। এক ট্যুইটে এই দলিত নেতা বিশ্বখ্যাত অ্যাথলেট উসেইন বোল্টের গোমাংস খাওয়ার কথা উল্লেখ করেছেন, যা দেখে বিস্মিত রাজনৈতিক মহল মনে করছে, তিনি গোমাংস ইস্যুতে দলের বিরোধী অবস্থান নিয়েছেন।
ট্যুইটে উদিত লিখেছেন, জামাইকার উসেইন বোল্ট গরিব ঘরের সন্তান ছিলেন। তাঁর ট্রেনার তাঁকে দু বেলাই গোরুর মাংস খাওয়ার পরামর্শ দেন। সেই উপদেশ পালন করেই অলিম্পিক্সে ৯টি সোনা জেতেন তিনি। এভাবে ঘুরিয়ে গোমাংস খাওয়া তিনি সমর্থন করেছেন বলেই মনে করা হচ্ছে।
কেন্দ্রে ক্ষমতায় আসার পর গোমাংস খাওয়ার ইস্যু নিয়ে উঠেপড়ে লেগেছে বিজেপি। যেসব রাজ্যে তারা সরকার চালাচ্ছে, সেখানে গোহত্যা ও গোমাংস কেনাবেচা নিষিদ্ধ করে কঠোর আইন চালু করার তোড়জোড় করছে।
উদিত অবশ্য ট্যুইটের পরই বুঝতে পারেন, ঝড় উঠতে পারে। তাই আগে থাকতেই সম্ভাব্য ড্যামেজ কন্ট্রোলের জন্য ইস্যুটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বোঝাতে চান, দেশের অ্যাথলেটদের জন্যই তিনি বোল্টের প্রসঙ্গ টেনেছেন। বলেন, আমি এটাই বলতে চাইছি যে, দেশে উপযুক্ত পরিকাঠামো নেই বা দুর্নীতির রমরমা—এসব অজুহাত দেওয়া বন্ধ করে আমাদের ক্রীড়াবিদরা যেন উসেইন বোল্টকে দেখে অধ্যবসায়, দৃঢ়তা, সংকল্পের শিক্ষা নেন। তাঁর মতোই এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিতে হবে তাঁদের।
এ দেশে খেলাধূলায় সুযোগ-সুবিধার অভাব নেই, জামাইকা বা কেনিয়ার মতো দেশের তুলনায় এখানকার সরকার খেলোয়াড়দের পিছনে প্রচুর অর্থ ঢালে বলে দাবি করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement