এক্সপ্লোর
Advertisement
মোদী ও কালাম, দুজনেই 'কর্মযোগী', বললেন বেঙ্কাইয়া
রামেশ্বরম (তামিলনাড়ু): প্রয়াত 'মিসাইল ম্যান' এপিজে আবদুল কালামের স্মারক উদ্বোধনের পর আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন রাষ্ট্রপতি, দুজনকেই 'কর্মযোগী' বলে উল্লেখ করলেন বেঙ্কাইয়া নাইডু।
বললেন, কালাম ও মোদী, উভয়েই দেশের উন্নয়নে দায়বদ্ধ বিরাট কর্মযোগী, স্বার্থহীন কর্মী। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিতে তৈরি মেমোরিয়ালের উদ্বোধনে মোদীই যোগ্যতম ব্যক্তি, শুধু এজন্যই যে প্রধানমন্ত্রী এমওডিআই অর্থাত্ মেকিং অব ডেভেলপড ইন্ডিয়া বা উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগচ্ছেন, আর কালাম এক উন্নত ভারতের স্বপ্নই দেখতেন।
কালামের প্রতি গভীর শ্রদ্ধা অর্পণ করে উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী বলেন, ভারতের আত্মা হয়ে উঠেছিলেন এই বৈজ্ঞানিক। ছোট একটি শহর থেকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছিলেন ভারতের ক্ষেপণাস্ত্র প্রকল্পের জনক এই বিরাট বিজ্ঞানী।
পাশাপাশি প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকেও শ্রদ্ধা জ্ঞাপন করেন বেঙ্কাইয়া। বললেন, কালাম ও পুরাচ্চি থালাইভি জয়ললিতা, উভয়েই ছিলেন মহত্ প্রাণ, ঈশ্বর দুজনকেই তামিলনাড়ু থেকে কাছে টেনে নিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কালামের স্মারক নির্মাণ প্রকল্পের কোঅর্ডিনেটর নিযুক্ত হওয়ার পর জয়ললিতার সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে বেঙ্কাইয়া জানান, উনি এতটাই বড় মনের মানুষ ছিলেন যে, শোনার সঙ্গে সঙ্গেই ওই প্রজেক্টের জন্য জমি বরাদ্দ করেছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement