এক্সপ্লোর
ফ্ল্যাটে এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণ, মৃত পাঁচ বছরের শিশু, জখম মা

মুম্বই: নবি মুম্বইয়ে একটি ফ্ল্যাটে রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণে পাঁচ বছরের শিশুর মৃত্যু, গুরুতর জখম মা। এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটার পর ফ্ল্যাচের একটি দেওয়াল ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, আজ সকালে ঘুম থেকে উঠে ওই মহিলা কালাম্বলি এলাকায় তাঁর অ্যাপার্টমেন্টের রান্নাঘরে গিয়ে স্টোভ জ্বালান। এলপিজি সিলিন্ডারে গ্যাস লিক করছিল। আগুনের সংস্পর্শে আসার পরই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে একটি দেওয়ার ভেঙে পড়ে ওই মহিলা ও পরিবারের ঘমুন্ত সদস্যদের ওপর। ওই মহিলা ও তাঁর পাঁচ বছরের শিশুসন্তান গুরুতর জখম হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোহান বাবান খাটকে নামে ওই শিশুকে মৃত ঘোষণা করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















