এক্সপ্লোর
দেখুন: সাত কিশোরের বেপরোয়া ট্রেন স্টান্ট, তদন্তের নির্দেশ

গাজিয়াবাদ: একটি রেলওয়ে ব্রিজের একেবারে প্রান্তে দাঁড়িয়ে সাতজন কিশোর। বর্ষার জলে উত্তাল নদীবক্ষে ঝাঁপ দিতে উদ্যত তারা। কিন্তু তারা দাঁড়িয়েই রয়েছে। তারা কি ইতস্তত করছে? নদীর তীব্র স্রোতে ঝাঁপ দিতে চাইছে না? কিন্তু আসলে তা নয়। এবার শোনা গেল চলন্ত ট্রেনের হুইসেলের আওয়াজ। ওই লাইনেই ছুটে আসছে একটা ট্রেন। কিন্তু কিশোররা তো ঝাঁপ দিচ্ছে না। আরও কাছে এগিয়ে আসছে ট্রেন। এবার বাঁচতে হলে নদীতে ঝাঁপিয়ে পড়া ছাড়া আর উপায় নেই। সেটাই করল তারা। নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে এগিয়ে চলল। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কিশোরদের এই বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে গাজিয়াবাদ প্রশাসন। মাসুরি থানা এলাকায় আপার গঙ্গা ক্যানালের ওপরের রেলসেতু থেকে ওই সাত কিশোর ঝাঁপ দিয়েছে বলে মনে করা হচ্ছে। নদীর তীরে দাঁড়িয়ে ওই ঘটনা কেউ রেকর্ড করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















