এক্সপ্লোর
Advertisement
উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহ, লেহতে তাপমাত্রা হিমাঙ্কের ১৬ ডিগ্রি নীচে, ঠাণ্ডায় কাঁপছে দিল্লি
নয়াদিল্লি: উত্তরভারত জুড়ে শৈত্যপ্রবাহের দাপট। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর ঢাকা পড়েছে বরফের চাদরে। আর এরই মাঝে দিল্লিতে গত কয়েক বছরের মধ্যে তাপমাত্রা সবচেয়ে কমে পৌঁছেছে ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আগামী দুদিন এভাবেই শীতের কামড়ে কাঁপবে দিল্লি।
বুধবার রাতে কাশ্মীর ও লাদাখে এই মরসুমের সবচেয়ে কম তাপমাত্রা ছিল। লেহ-তে গতরাতে তাপমাত্রা পৌঁছয় হিমাঙ্কের ১৬ ডিগ্রি নীচে।
হিমাচল প্রদেশে সিমলা, মানালি সর্বত্র পুরু বরফের চাদর। সিমলায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে ৩.২ ডিগ্রি থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। মানালিতে সর্বোচ্চ তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম।
সমতলের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা পঞ্জাবের অমৃতসরে। সেখানে তাপমাত্রা হিমাঙ্কের আশেপাশে ঘুরছে। লুধিয়ানা, পাটিয়ালাতেও একই অবস্থা।
উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশেও চলছে ঠাণ্ডার দাপট। লখনউয়ে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মরুশহর রাজস্থানের পরিস্থিতিও এক। মাউন্ট আবুতে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নীচে। জয়পুরে সকাল সাড়ে নটার আগে কোনও স্কুল চালু হবে না, জানিয়ে দিয়েছে সেখানকার সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement