এক্সপ্লোর
Advertisement
ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, জখম বিএসএফ জওয়ান
জম্মু: সীমান্তে ফের যুদ্ধবিরতি ভেঙে নির্বিচারে গুলিবর্ষণ পাকিস্তানের। এদিন জম্মু জেলায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর মর্টার ছুঁড়তে শুরু করে পাক বাহিনী। এই ঘটনায় বিএসএফের এক জওয়ান জখম হয়েছেন।
পাক বাহিনীর গুলিবর্ষণের পাল্টা জবাব দেয় বিএসএফ। গত দুইদিনের মধ্যে জম্মু ও কাশ্মীরে সীমান্ত এলাকায় এই নিয়ে দ্বিতীয়বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান।
বিএসএফের এক পদস্থ আধিকারিক বলেছেন, আজ সকালে জম্মুর আরানিয়া এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে কর্তব্যরত বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার্স। পাল্টা জবাব দেয় বিএসএফ-ও।
ওই আধিকারিক বলেছেন, পাক বাহিনী মর্টারও ছোঁড়ে। এর জবাবে ভারতীয় বাহিনীও মর্টার ছোঁড়ে। ঘটনায় বিএসএফের এক জওয়ান সামান্য জখম হয়েছেন।
উল্লেখ্য, গতকাল জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে জনবসতি এলাকায় শেল বর্ষণ করে পাকিস্তান। এতে এক মহিলার মৃত্যু হয়। জখম হন তাঁর স্বামী।
ভারতীয় সেনার পাল্টা গুলিতে দুই পাক সেনা জখম হয়।
পাকিস্তানের বিনা প্ররোচনায় গুলি চালনার পরিপ্রেক্ষিতে রাজৌরি জেলার নওসেরা তেহশিলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে। প্রায় ১২০০ স্থানীয় বাসিন্দাকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement