এক্সপ্লোর
Advertisement
জওয়ানের মৃত্যুর বদলা, বিএসএফের গুলিতে হত ১০-১২ জন পাক রেঞ্জার্স, গুঁড়িয়ে দেওয়া হল কয়েকটি চৌকি
জম্মু:বাঙালি বিএসএফ জওয়ান মৃত্যুর বদলা নিল ভারত। রাধাপদ হাজরার মৃত্যুর বদলা নিল বিএসএফ। ১০ থেকে ১২ জন পাক রেঞ্জার্স বিএসএফের গুলিতে নিহত।
পাকিস্তানের বেশ কিছু সেনা চৌকি উড়িয়ে দিল বিএসএফ। জানা গেছে, অনন্ত অন্তত ৩ টি পাক সেনা চৌকি গুঁড়িয়ে দিয়েছে বিএসএফ। বিনাপ্ররোচনায় গুলি সীমান্তের ওপার থেকে পাকিস্তানের চালানো গুলিতে এক জওয়ানের মৃত্যুর বদলা নিল বাহিনী।বিনা প্ররোচনায় এই হামলার জবাব দিতে বিএসএফ পাকিস্তানের তিনটি মর্টার রেঞ্জ ও বর্ডার আউট পোস্টকে নিশানা করে।
গতকাল জম্মুর সাম্বা সেক্টরে পাকিস্তানের বিনা প্ররোচণায় গুলি চালানোয় এক বিএসএফ জওয়ান রাধাপদ হাজরার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর থেকেই ওই এলাকায় পাকিস্তানকে পাল্টা জবাব দিতে শুরু করে বাহিনী। এদিকে, এদিন জম্মু জেলায় আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের ছক ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ জম্মু ফ্রন্টিয়ারের আইজি রাম অওতার জানিয়েছেন, আজ ভোর সোয়া ছয়টা নাগাদ আরনিয়া সেক্টরের নিকোয়াল বর্ডার আউট পোস্টের কাছে সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে বাহিনীর জওয়ানদের। জওয়ানদের চ্যালেঞ্জ জানায় সন্দেহভাজনরা। এরফলে জওয়ানরা গুলি ছোঁড়েন। এতে এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। তার বয়য় ৩০-এর কোটায়। অন্য অনুপ্রবেশকারীরা পালিয়ে যায়।Our BSF soldier was deployed on forward duty point when Pakistan's siphon shot hit him yesterday. Border Security Force gave a solid response in which Pakistan's infrastructure, solar panel & weapons were damaged. Their posts suffered major loss: Ramawtar, IG BSF Jammu pic.twitter.com/NWH1APmJN0
— ANI (@ANI) January 4, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement