এক্সপ্লোর
Advertisement
‘পোড়া রুটি, জলের মত ডাল’: বিএসএফ জওয়ানের অভিযোগের তদন্তের নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক
শ্রীনগর: জনৈক বিএসএফ জওয়ান তাঁদের দুরবস্থা নিয়ে যে অভিযোগ করেছেন, সে ব্যাপারে তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে জানিয়েছেন, সংশ্লিষ্ট জওয়ানের অভিযোগ সম্বলিত যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটি দেখেছেন তিনি। এ ব্যাপারে বিএসএফের কাছ থেকে দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে, বলা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ করতে।
I have seen a video regarding a BSF jawan's plight. I have asked the HS to immediately seek a report from the BSF & take appropriate action.
— Rajnath Singh (@rajnathsingh) January 9, 2017
তেজবাহাদুর যাদব নামে বছর চল্লিশের ওই জওয়ান অভিযোগ করেন, জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন জওয়ানদের কার্যত উপবাসে থাকতে হয়। সকালে প্রাতরাশ বলতে একটা পরোটা ও চা। তরকারি, আচার কিচ্ছু থাকে না। দুপুরে দেওয়া হয় শুধু নুন, হলুদ দিয়ে সেদ্ধ করা জলের মত ডাল আর রুটি। ১১ ঘণ্টা টানা ডিউটি দিতে হয় তাঁদের, অনেক সময় পুরো ডিউটির সময়টাই দাঁড়িয়ে থাকতে হয়। এই খাবারে এত পরিশ্রমসাধ্য কাজ করা তাঁদের পক্ষে কঠিন। অনেক সময় জওয়ানরা না খেয়েই শুয়ে পড়েন বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর আরও অভিযোগ, বরিষ্ঠ আধিকারিকরা সরকারি রসদ চুরি করছেন। তাঁর কথায়, ভারত সরকার জওয়ানদের জন্য সবরকম জিনিসপত্র পাঠায়। কিন্তু আধিকারিকরা তা চুরি করে নেন। এ ব্যাপারে তদন্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধও করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement