এক্সপ্লোর
Advertisement
দয়াশঙ্করের জিভ ছিঁড়ে আনতে পারলে ৫০ লক্ষ টাকার ইনাম ঘোষণা বিএসপি নেত্রীর
লখনউ: দলের নেত্রী মায়াবতীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের বহিষ্কৃত বিজেপি সহ সভাপতি দয়াশঙ্কর সিংহর কুমন্তব্যের প্রতিবাদে বিএসপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন চলছে। এরইমধ্যে পাল্টা বদলার ডাক দিয়ে বিতর্কে জড়ালেন বিএসপির চণ্ডীগড় শাখার প্রধান জান্নাত জাহান। তিনি দয়াশঙ্করের জিভ ছিঁড়ে আনার জন্য ইনাম ঘোষণা করলেন। জাহান বলেছেন, কেউ দয়াশঙ্করের জিভ ছিঁড়ে আনতে পারলে তাকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
দয়াশঙ্করের গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখাচ্ছেন। এরইমধ্যে জাহান বহিষ্কৃত বিজেপি নেতাকে মহিলা ও দলিত-বিরোধী বলে তোপ দাগেন। জাহান বলেন, ওই মন্তব্যই বুঝিয়ে দিয়েছে দয়াশঙ্কর কেমন চরিত্রের মানুষ।
জাহান সংবাদসংস্থাকে বলেছেন, ‘বিজেপির মুখোশ খুলে গিয়েছে। ওরা তো দলিত-বিরোধী ছিলই। এখন মহিলাদের বিরুদ্ধেও কথা বলছে ওরা। বেহেনজি-র বিরুদ্ধে যে অশ্লীল মন্তব্য করা হয়েছে তা ওদের প্রকৃত চরিত্র সামনে টেনে এনেছে।বিজেপি দরিদ্রদের সঙ্গেও নেই, মহিলা ও দলিতদের সঙ্গেও নেই’।
একইসঙ্গে জাহান বলেন, ‘দয়াশঙ্করকে গ্রেফতার করা উচিত। কেউ তাঁর জিভ ছিঁড়ে আমার কাছে আনতে পারলে ৫০ লক্ষ টাকা দেব’।
এদিন নয়াদিল্লির যন্তরমন্তরে বিএসপি সমর্থকরা জমায়েত করে বিজেপি বিরোধী স্লোগান দেয়। দলের কর্মী-সমর্থকরা দয়াশঙ্করের গ্রেফতারির দাবি জানান। একইসঙ্গে গুজরাতে দলিতদের নিগ্রহের ঘটনা নিয়েও সরব হন বিক্ষোভকারীরা।
লখনউতেও হজরতগঞ্জ মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে বিএসপি।
উল্লেখ্য, মায়াবতীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের জন্য বিজেপি গতকালই ছয় বছরের জন্য দয়াশঙ্করকে দল থেকে বহিষ্কার করেছে। তাঁর মন্তব্যের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদে 'ব্যক্তিগতভাবে খেদ' প্রকাশ করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement