এক্সপ্লোর
Advertisement
জাতীয় পুষ্টি মিশন তহবিলে বরাদ্দ বাড়ল তিন গুণেরও বেশি
নয়াদিল্লি: এবারের কেন্দ্রীয় বাজেটে জাতীয় পুষ্টি মিশন তহবিলে (এনএনএম) বরাদ্দ তিন গুণেরও বেশি বাড়ল। গত বাজেটে এই তহবিলে বরাদ্দ করা হয়েছিল ৯৫০ কোটি টাকা। এবার সেটা বাড়িয়ে করা হয়েছে ৩,০০০ কোটি টাকা।
মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের আওতায় এনএনএম। গত ডিসেম্বরেই কেন্দ্রীয় মন্ত্রিসভা জানায়, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে এনএনএম-এর জন্য ৯,০৪৬ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদনের পরেই এনএনএম-এ বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা হল বাজেটে।
আজকের বাজেটে অবশ্য মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে মাত্র এক শতাংশ। গত বাজেটে বরাদ্দ ছিল ২১,২৩৬ কোটি টাকা। এবার সেটা বেড়ে হয়েছে ২৪,৭০০ কোটি টাকা। এর মধ্যে ১৬,৩৩৪ কোটি টাকা সরিয়ে রাখা হয়েছে অঙ্গনওয়াড়ির জন্য। প্রধানমন্ত্রী মাত্রুবন্দনা যোজনায় বরাদ্দ বাড়ানোর দাবি উঠলেও, এক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে মাত্র ২,৪০০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব উদ্যোগের প্রকল্প ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর জন্য বরাদ্দ করা হয়েছে ২৮০ কোটি টাকা। গত বাজেটের চেয়ে ৮০ কোটি টাকা বরাদ্দ বেড়েছে। নির্ভয়া তহবিলে দেওয়া হবে ৫০০ কোটি টাকা। শিশুদের রক্ষা করার জন্য বরাদ্দ করা হয়েছে ৭২৫ কোটি টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement