বাজেট ২০১৯: করছাড়ের ঊর্ধ্বসীমা না বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের
১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় কেন্দ্র ঘোষণা করেছিল, বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করা কোনও ব্যক্তি ৮৭এ ধারা অনুযায়ী, পুরো করছাড়ের সুবিধা পেতে পারেন। তবে, পূর্ণ করমুক্ত হলেও সেই সব ব্যক্তিদের আয়কর রিটার্ন দাখিল করতেই হবে।
নয়াদিল্লি: বেতনভোগী ও করদাতাদের জন্য নতুন কোনও সুখবর নাও আসতে পারে আসন্ন কেন্দ্রীয় বাজেটে। এমনটাই জানা গিয়েছে অর্থমমন্ত্রক সূত্রে। সূত্রের খবর, বর্তমানে ২.৫ লক্ষ টাকায় থাকা করছাড়ের ঊর্ধ্বসীমাকে সম্ভবত বাড়ানো হবে না। আগামী ৫ জুলাই, মোদি ২ সরকারের প্রথম সাধারণ বাজেট পেশ করতে চলেছেন দেশের প্রথম পূর্ণসময়ের মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর আগে, ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় কেন্দ্র ঘোষণা করেছিল, বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করা কোনও ব্যক্তি ৮৭এ ধারা অনুযায়ী, পুরো করছাড়ের সুবিধা পেতে পারেন। তবে, পূর্ণ করমুক্ত হলেও সেই সব ব্যক্তিদের আয়কর রিটার্ন দাখিল করতেই হবে। এদিকে, অন্তর্বর্তী বাজেটে করা ঘোষণার পর অনেকের মধ্যে এই আশা তৈরি হয়েছে যে, বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ক্ষমতা পুনর্দখল করার পুরস্কারস্বরূপ, দেশের আমজনতার জন্য আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আড়াই লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করবে মোদি ২ সরকার। তবে, কেন্দ্রীয় সূত্রের মতে, সরাসরি আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা করা হলে, তা অন্তর্বর্তী বাজেটের ঘোষণা বা তার লক্ষ্যের পরিপন্থী হবে। সূত্রের দাবি, সরাসরি আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা করা আখেরে অনেকে রিটার্ন দাখিল করবেন না। ফলত, সেই সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। যা সরকারের নীতিতে ধাক্কা দেবে। কারণ, সরকার চাইছে, যত বেশি সম্ভব আয়করদাতার সংখ্যা বাড়াতে। পাশাপাশি, অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কর-কাঠামোতেও পরিবর্তন করার পরিকল্পনা নেই কেন্দ্রের। ফলত, ১০ লক্ষ পর্যন্ত আয় করা ব্যক্তিদের ১০ শতাংশ এবং ১৫ লক্ষ বা তার বেশি আয় করা ব্যক্তিদের ক্ষেত্রে ৩০ শতাংশ কর অপরিবর্তিতই থাকতে পারে বাজেটে। যদিও, ভবিষ্যতে ওই কাঠামোতে পরিবর্তন করা হতেই পারে বলে ধারনা বিশেষজ্ঞদের।