সকলে উপকৃত হবেন এই বাজেট থেকে, জানালেন মোদী, গরিবদের আকাঙ্খা ডানা পেল, প্রশংসা শাহের
নয়াদিল্লি: অর্থমন্ত্রী অরুণ জেটলির পেশ করা কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বাজেট পেশ শেষ হওয়ার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, এই বাজেট অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বলেন, সঞ্চয়ের সুযোগ বাড়বে মধ্যবিত্তের। বাজেটর সুফল পাবেন মধ্যবিত্ত মানুষ। তিনি জানান, দেশের উন্নয়নের লক্ষ্যেই এই বাজেট। কৃষি থেকে পরিকাঠামো সব ক্ষেত্রেই নজর দেওয়া হয়েছে এবারের বাজেটে। বলেন, এই বাজেট হল উন্নয়ন-বান্ধব। এই বাজেটের ফলে দেশের উন্নয়ন দ্রুত হবে। এই বাজেট থেকে কৃষক থেকে শুরু করে সাধারণ নাগরিক, দলিত থেকে শুরু করে আদিবাসী সকলেই উপকৃত হবেন। এত সুন্দর বাজেট পেশের জন্য অর্থমন্ত্রীর সাধুবাদ প্রাপ্য। প্রধানমন্ত্রী জানান, কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যেই এই বাজেট। এই বাজেট কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখবে। মোদী বলেন, এই বাজেটে বিপুল কর্মসংস্থানের সুযোগ আছে। বাজেট মানুষকে নতুন আয়ের দিশা দেখাবে। বাজেটে মহিলা স্ব-নির্ভর গোষ্ঠীগুলির প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্য নিয়ে নিম্নবিত্ত এবং গরীব মানুষ দুশ্চিন্তায় থাকেন। তাঁর দাবি, এবারের বাজেটে সেই দুশ্চিন্তা থেকে মুক্তির ব্যবস্থা আছে। বাজেটে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ স্বাস্থ্য যোজনার উল্লেখ রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, অন্তত দেড় লক্ষ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র তৈরি করা হবে। ২৪টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হলে স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রবীণ নাগরিকদের কথা আমরা গুরুত্ব দিয়ে মাথায় রেখেছি। গচ্ছিত রাখা স্থায়ী আমানতে ৫০ হাজার টাকা পর্যন্ত করে ছাড়। স্বাস্থ্য বিমাতেও ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়। প্রধানমন্ত্রী জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্পোরেট ট্যাক্স ৫ % কমানো হয়েছে। এটা আমাদের খুবই সাহসী পদক্ষেপ। এদিকে, জেটলির বাজেটকে ফুল মার্কস দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি জানান, গরিবদের আকাঙ্খাকে নতুন ডানা দিল এই বাজেট। তাঁর মতে, যেভাবে এবারের বাজেটে কৃষক, পরিকাঠামো, গ্রামীণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর জোর দেওয়া হয়েছে তা প্রশংসনীয়। তিনি বলেন, গ্রামীণ এবং কৃষিক্ষেত্রে এবার রেকর্ড বরাদ্দ হয়েছে। এর ফলে, গ্রামোন্নয়ন ও কৃষি বৃদ্ধি হবে। একইসঙ্গে, তিনি মনে করিয়ে দেন, এই দুই ক্ষেত্রের ওপর বরাবরই গুরুত্ব দিয়ে এসেছে কেন্দ্র। শাহ বলেন, কৃষি উৎপাদনের ন্যূনতম বিক্রয় মূল্য দেড়গুণ বাড়িয়ে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী অরুণ জেটলি। এর ফলে, কৃষকসমাজ প্রভূত উপকৃত হবে। বিজেপি সভাপতির দাবি, এই বাজেট গরিব, মধ্যবিত্ত ও কৃষক সম্প্রদায়ের আশা-আকাঙ্খাকে নতুন ডানা দিল। এই বাজেট সমাজের সর্বস্তরকে ক্ষমতায়ন ও সমৃদ্ধ করবে। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনকে আরও সহজ করতে দুর্দান্ত প্রচেষ্টা চালিয়েছে কেন্দ্র।