এক্সপ্লোর
Advertisement
৫০ জন যাত্রী সহ ঘন্টায় ৯০ কিমি গতিতে ছুটে চলা বাসের চালক মশগুল মোবাইলে লুডো খেলায়!
নয়াদিল্লি: ঘন্টায় ৯০ কিমি গতিতে ছুটছে বাস। সওয়ার প্রায় ৫০ জন যাত্রী। চালকের হাতে মোবাইল। মোবাইলে চালককে লুডো খেলতে দেখা গেল। গত ২১ এপ্রিল রাত দুটোর সময় লখনউ-আগরা এক্সপ্রেসওয়ে চলতে থাকা ওই বাসের চালকের চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি প্রকাশ্যে এসেছে।
দুপুর তিনটেয় লখনউ থেকে ছেড়ে বাসটি দিল্লির দিকে রওনা দিয়েছিল। ওই বাসের সওয়ার করতার সিংহ ওই দিনই ট্যুইট করেছিলেন। তিনি বাস চালাতে চালাতেই চালককে হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে দেখার ছবিও পোস্ট করেছিলেন। বাসের ওই চালকের নাম সতেন্দ্র সিংহ।
বাস চালাতে চালাতে ওই চালকের মোবাইলে লুডো খেলার ভিডিও-ও রয়েছে। এই ভিডিও দেখার পর তাঁকে বাস চালকের দায়িত্ব থেকে সরানো হয়েছে। বাসের কন্ডাকটর বিজয় কুমারকেও সরিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্য পরিবহণ নিগম এই সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, যাত্রীদের আপত্তিতে কান না দিয়েই মোবাইল হাতে নিয়েই বাস চালান সত্যেন্দ্র সিংহ। লখনউ থেকে দিল্লি আসার পথে কোনও যাত্রীরই কথায় কর্ণপাত করার প্রয়োজন মনে করেননি তিনি। কন্ডাক্টরকে অভিযোগ জানালে শুনতে হয়, সত্যেন্দ্র খুবই দক্ষ চালক। কোনও কিছু ভাবার প্রয়োজন নেই।
অন্যদিকে, প্রচণ্ড উদ্বেগ-আশঙ্কা নিয়ে যাত্রা শেষ করেন যাত্রীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement