নগদে ২ লক্ষ টাকার বেশি গয়না কিনলেই দিতে হবে ১ শতাংশ কর! সিদ্ধান্ত কেন্দ্রের
নয়াদিল্লি: ১ এপ্রিল থেকে দু’লক্ষ টাকার বেশি মূল্যের গয়না কিনলেই দিতে হবে অতিরিক্ত এক শতাংশ।
আয়কর দফতর সূত্রে খবর, আগামী অর্থবর্ষ থেকে নগদে ২ লক্ষের বেশি টাকার গয়না কিনলে দিতে হবে ১ শতাংশ টিসিএস (ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স)। বর্তমানে এই ঊর্ধ্বসীমা ৫ লক্ষ।
বর্তমানে যে কোনও সাধারণ পণ্য বা পরিষেবার ক্ষেত্রেই নগদে দু’লক্ষ টাকার বেশি কেনাকাটা করলে এক শতাংশ অতিরিক্ত কর প্রযোজ্য।
কিন্তু, এতিদন কোনও গয়নার ক্ষেত্রে এই কর প্রযোজ্য হত না, কারণ গয়নাকে এই গোত্রের মধ্যে রাখা হত না। গয়নার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ছিল ৫ লক্ষ টাকা।
চলতি বছরের বাজেটে গয়নাকে সাধারণ পণ্যের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়। জানা গিয়েছে, একবার সংসদে ফিন্যান্স বিল ২০১৭ পাশ হয়ে গেলে, তা আইনে পরিণত হবে।
তখন, গয়নার ক্ষেত্রেও চালু হবে একই নিয়ম। চলতি বছরের বাজেটে নগদে তিন লক্ষ টাকার যে কোনও কেনাকাটার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। তার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার গয়নার ক্ষেত্রেও পরিবর্তন করতে চলেছে কেন্দ্র।