এক্সপ্লোর
Advertisement
আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি থাকা অপরাধ নয়, বলল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: শুধু আয়ের থেকে বেশি সম্পত্তি আছে বলেই কাউকে অপরাধী দাগিয়ে দেওয়া যায় না। আগে দেখতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তি সেই সম্পত্তির মালিকানা বেআইনিভাবে পেয়েছেন কিনা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার ৬৭ কোটি টাকার আয় বহির্ভূর্ত সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
বিচারপতি পি সি ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আয়ের থেকে বেশি সম্পত্তি থাকা অপরাধ বলে গণ্য হতে পারে না। শুধু যদি দেখা যায়, ওই সম্পত্তির উৎসয় গন্ডগোল রয়েছে, একমাত্র তাহলেই সেটা অপরাধ।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় কিছুদিন আগে হাইকোর্টে মুক্তি পেয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে কর্নাটক সরকার। দাবি করে, জয়ললিতার সম্পত্তির হিসেব কষতে হাইকোর্টের ভুল হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, যদি কর্নাটক সরকারের যুক্তি বিবেচনা করাও হয়, তাহলেই বা কী করে অপরাধী সাব্যস্ত হতে পারেন অভিযুক্ত। কী করে ধরা হবে যে আয়ের হিসেব বহির্ভূত টাকা তিনি বেআইনিভাবে রোজগার করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement