এক্সপ্লোর
ভিভিপ্যাট কেনার প্রস্তাবে সায়, তহবিল মঞ্জুর করল কেন্দ্র
![ভিভিপ্যাট কেনার প্রস্তাবে সায়, তহবিল মঞ্জুর করল কেন্দ্র Cabinet Clears Ec Proposal For Paper Trail Machines ভিভিপ্যাট কেনার প্রস্তাবে সায়, তহবিল মঞ্জুর করল কেন্দ্র](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/19191402/vvpat-machine-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: নির্বাচনের কমিশনের প্রস্তাব অনুযায়ী নির্বাচনে পেপার ট্রেল মেশিন ব্যবহারে সম্মতি জানাল কেন্দ্রীয় সরকার। ইভিএম জালিয়াতি নিয়ে দেশজুড়ে বিরোধী দলগুলির অভিযোগের পরিপ্রেক্ষিতে পেপার ট্রেল মেশিনের মাধ্যমে সব সংশয় দূর করার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ভিভিপ্যাটের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
২০১৪ সালের ১১ জুন থেকেই ভিভিপ্যাট কেনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থের দাবি জানিয়ে আসছিল নির্বাচন কমিশন। ১১ বার এ বিষয়ে চিঠি দেওয়া হয়। অবশেষে সেই আর্জি মেনে নিল সরকার। যদিও কমিশনের দাবি অনুযায়ী পুরো অর্থ অনুমোদন করা হয়নি। ১৬ লক্ষ পেপার কেনার জন্য কমিশন চেয়েছিল ৩,১৭৪ কোটি টাকা। কিন্তু সরকার আজ নতুন ইভিএম কেনার জন্য দু ভাগে ১,০০৯ কোটি টাকা এবং ৯,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
সম্প্রতি বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, কংগ্রেস সহ ১৬টি দল নির্বাচনে স্বচ্ছতা আনার জন্য ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি জানিয়েছে। সব ভোটগ্রহণ কেন্দ্রে কতদিনের মধ্যে ভিভিপ্যাট ব্যবহার করা যাবে, নির্বাচন কমিশনকে সেটা জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করায় এবার ভিভিপ্যাট কিনতে পারবে নির্বাচন কমিশন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)