এক্সপ্লোর
ইভিএমে ভরসা নেই, বিজেপির সঙ্গে লড়তে জোট চাই, আর্জি অখিলেশের
লখনউ: উত্তরপ্রদেশ নির্বাচনের পর ইভিএমে ভরসা হারিয়েছে বিরোধীরা। সকলেই প্রায় এক সুরে বলছে, ফিরিয়ে দাও সেই ব্যালট পেপার। অখিলেশ যাদব আরও একধাপ এগিয়ে গিয়ে বলেছেন, ব্যালট পেপার তো চাই-ই, সঙ্গে চাই বিরোধীদের মহাজোট, বিজেপিকে হারাতে হলে।
লখনউয়ে অখিলেশ বলেছেন, ইভিএমে ভরসা রাখা যায় না। কে জানে কখন গন্ডগোল করে, সফটওয়্যার গড়বড় শুরু হয়। ব্যালট পেপারে আমাদের ১০০ শতাংশ ভরসা আছে, তাই আমাদের দাবি ভবিষ্যতে যাবতীয় ভোট ব্যালটেই হোক, ইভিএমে নয়।
তাঁর দাবি, মানুষজন তাঁকে এসে বলছেন, ভোট নাকি এসপির সাইকেলেই দিয়েছিলেন তাঁরা, কে জানে কী করে তা পদ্মে চলে গেল! তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের বলা উচিত, কী করে ইভিএমে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। কারা বানায় এ সব সফটওয়্যার। রাজ্যের গরিব মানুষ বলছেন, তাঁরা ভোট দিয়েছেন এসপিকে, তাহলে কেন এসপি সেই ভোট পেল না।
একইসঙ্গে বিজেপিকে হঠাতে বিরোধীদের মহাজোটের ডাক দিয়েছেন তিনি। তাঁর ভরসা, জোট হলে তাঁর পার্টির তাতে বড় ভূমিকা থাকবে। গতকাল বিএসপি সুপ্রিমো মায়াবতীও ইভিএম নিয়ে সরব হন। বিজেপিকে পরাস্ত করতে তাঁরও দাবি, গণতন্ত্র রক্ষার স্বার্থে বিরোধীদের জোট চাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement