এক্সপ্লোর
Advertisement
গৌরী লঙ্কেশ হত্যা:পুরো ঘটনাই সিসিটিভি বন্দি, সঠিক তদন্ত হলে শীঘ্রই ধরা পড়বে দুষ্কৃতী, দাবি সাংবাদিকের ভাইয়ের
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর কাছে রাজরাজেশ্বরী নগরে নিজের বাড়িতেই মঙ্গলবার রাতে খুন হয়ে যান প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশ। এই ঘটনার পর থেকেই তোলপাড় গোটা দেশ। এবার দিদির হত্যার ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে, বুধবার ইন্দ্রজিৎ লঙ্কেশ বলেন পুরো ঘটনাটাই সিসিটিভিতে ধরা আছে। সিসিটিভি ফুটেজ ও সাংবাদিকের মোবাইল ফোন খতিয়ে দেখলেই দুষ্কৃতীদের সন্ধান পেয়ে যাবে পুলিশ। পেশায় চলচ্চিত্র পরিচালক গৌরীর ভাই ইন্দ্রজিতের দাবি, সিসিটিভি ফুটেজটি তাঁর অথবা তাঁদের মায়ের সামনে খতিয়ে দেখা হোক।
নিহত সাংবাদিকের মোবাইল খতিয়ে দেখলে পুলিশ ঘটনা সম্পর্কিত বহু প্রমাণ ও সূত্রের সন্ধান পেয়ে যাবে বলেও ইন্দ্রজিৎ মন্তব্য করেন। এছাড়া তিনি তাঁর কাছে থাকা বিভিন্ন সূত্র দিয়েও পুলিশকে তদন্তে সাহায্য করবেন বলে জানিয়েছেন।She was shot in her chest. CCTV captured everything. Requested Police to open it in front of me & my mother-Indrajit #GauriLankesh's brother
— ANI (@ANI) September 6, 2017
Request CBI probe. We've seen Kalburgi issue that state investigated & with sadness I say they've not done anything: #GauriLankesh's brother pic.twitter.com/YaVVFzREZb — ANI (@ANI) September 6, 2017মঙ্গলবার রাত আটটা, তখন বাড়ি ফিরছিলেন গৌরী। বাড়ির বাইরে গেট খোলার সময় আচমকা, অজ্ঞাতপরিচয়ের তিন দুষ্কৃতী মোটর সাইকেলে এসে খুব কাছ থেকে অন্তত সাতটি গুলি ছোড়ে গৌরীকে লক্ষ্য করে। তার মধ্যে তিনটি গৌরীর মাথা, গলা ও বুক ফুঁড়ে যায়।
নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন ৫৫ বছরের গৌরী। চিরকালই গেরুয়া শিবিরের কট্টর সমালোচক হিসেবে সবাই চিনত গৌরীকে। গৌরী লঙ্কেশ পত্রিকে নামে কন্নড় সাপ্তাহিক ট্যাবলয়ে়ড সম্প্রতি তিনি বিজেপি ও সঙ্ঘ পরিবারের বেশ কিছু নেতাদের বিরুদ্ধে খবর ছেপেছিলেন। যার জন্য তাঁর নামে একাধিক মানহানির মামলাও ঝুলছিল। ইতিমধ্যেই আকস্মিক এই হত্যাকাণ্ড অভিযোগের আঙুল স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের দিকে তুলে দিল।Her dream was to donate eyes. In this moment of pain a little relief I've found as a patient got eyesight: Indrajit, #GauriLankesh's brother pic.twitter.com/2nRQJBr5zV
— ANI (@ANI) September 6, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement