এক্সপ্লোর
Advertisement
সীমান্তে ফের পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন, শহিদ ১ বিএসএফ জওয়ান, মৃত কিশোরী
শ্রীনগর: আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর এস পুরা সেক্টর, আরানিয়া ও রামগড়- জম্মু ও সাম্বা জেলার এই তিনটি সেক্টরে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। বুধবার গভীর রাত থেকে হামলা চালাতে শুরু করে তারা। নির্বিচার গুলিবর্ষণে ১ বিএসএফ জওয়ান শহিদ হয়েছেন, আহত হয়েছেন ১ জন। মারা গিয়েছে ১৭ বছরের এক কিশোরীও। এছাড়াও আরও পাঁচ সাধারণ মানুষ জখম হয়েছে।
নিহত জওয়ান বিএসএফের ৭৮ ব্যাটেলিয়নের হেজ কনস্টেবল এ সুরেশ। বাড়ি তামিলনাড়ুতে। অন্যদিকে, নিহত কিশোরীর নাম নীলম দেবী।
মুখের মত জবাব দিচ্ছে ভারতও, দু’পক্ষ থেকেই চলছে গুলিবৃষ্টি।
বুধবার রাত এগারোটা থেকে কোনও প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করেছে পাকিস্তান। যুদ্ধবিরতি নিয়মিতভাবে লঙ্ঘন করে চলেছে তারা। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তিনটি সেক্টরের বর্ডার আউট পোস্টগুলি ছাড়াও ২০ টি জনপদ লক্ষ্য করেও গুলি চালায় পাক বাহিনী।
দু’দিন আগে পুঞ্চে ভারতীয় সেনার জবাবি গুলিবর্ষণে ৭ পাক সেনার মৃত্যু হয়। তারপরেও পাক সেনা ফের লঙ্ঘন করল যুদ্ধবিরতি।
পাশাপাশি অন্য একটি ঘটনায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনার গুলিবর্ষণে ৩ নাগরিক জখম হয়েছেন। যেভাবে পাকিস্তান উচ্চমানের অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিদের ভারতে ঢোকানোর চেষ্টা করছে তা নিয়ে বুধবারই উদ্বেগ প্রকাশ করেছেন সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনি বলেছেন, জঙ্গিদের হাতে পরমাণু অস্ত্র চলে গেলে তা গোটা মানবজাতির সর্বনাশ ডেকে আনতে পারে।
জঙ্গি হামলা ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় কিছু বিধিনিষেধ আনার পক্ষেও সওয়াল করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
আন্তর্জাতিক
জেলার
Advertisement