এক্সপ্লোর
Advertisement
রাজ্যগুলির সমস্যা কমাতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রের অনলাইন ড্যাশবোর্ড
পরিযায়ী শ্রমিকদের জন্য অনলাইন ড্যাশবোর্ড তৈরি করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এ ব্যাপারে সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের চিঠি লিখেছেন। চিঠিতে পরিযায়ী শ্রমিকদের সুবিধা বাড়ানো ও তাঁদের ডেটাবেসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নয়াদিল্লি: পরিযায়ী শ্রমিকদের জন্য অনলাইন ড্যাশবোর্ড তৈরি করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এ ব্যাপারে সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের চিঠি লিখেছেন। চিঠিতে পরিযায়ী শ্রমিকদের সুবিধা বাড়ানো ও তাঁদের ডেটাবেসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, এই ডেটাবেসে রাজ্যগুলির সমস্যা কম হবে এবং যদি কোনও শ্রমিকের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া যায়, তাহলে তাঁর কনট্রাক্ট ট্রেসিং সহজ হবে।
পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরার সুবিধার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জাতীয় পরিযায়ী শ্রমিক তথ্য ব্যবস্থা চালু করেছে। সব রাজ্যকেই সেখান থেকে কারা যাচ্ছেন এবং কোন শ্রমিকরা পৌঁছচ্ছেন, সেই তথ্য ড্যাশবোর্ডে দিতে হবে। বিষয়টি জানিয়ে রাজ্যগুলির মুখ্য সচিবদের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।
এই ডেটাবেসের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও বেশি সমন্বয় থাকবে এবং পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে নজরে রাখা যাবে। লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে পৌঁছে দেওয়ার কাজ চলাকালে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হল। বিশেষ ট্রেনের মাধ্যমে ইতিমধ্যেই অনেক শ্রমিককে বাড়িতে পাঠানো সম্ভব হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement