এক্সপ্লোর
২.৮০ লক্ষ কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্র

নয়াদিল্লি: কেন্দ্র আরও ২.৮০ লক্ষ কর্মী নিয়োগ করতে চলেছে।কেন্দ্রীয় বাজেটে এই নিয়োগের সংস্থান রাখা হয়েছে। পুলিশ, আয়কর ও শুল্ক বিভাগেই সবচেয়ে বেশি কর্মী নিয়োগ হবে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গেছে। নোট বাতিলের পরবর্তী পর্বে কালো টাকার বিরুদ্ধে অভিযানে যুক্ত আয়কর বিভাগের কর্মী সংখ্যা বর্তমানের ৪৬ হাজার থেকে বেড়ে ২০১৮-র মার্চের মধ্যে হতে চলেছে ৮০ হাজার। পণ্য ও পরিষেবা কর (জিএসটি) রূপায়ণের দায়িত্বপ্রাপ্ত শুল্ক বিভাগেরও কর্মী সংখ্যা ৪১ হাজার বাড়বে। কর্মীসংখ্যা ৫০,৬০০ থেকে বেড়ে হবে ৯১,৭০০। বাজেটের সংযোজনে কর্মী সংখ্যা সংক্রান্ত হিসেবে যে ইঙ্গিত মিলিছে তাতে দেখা যাচ্ছে এককভাবে সবচেয়ে বেশি কর্মী নিয়োগকারী রেলওয়ের কর্মী সংখ্যা অপরিবর্তিত থাকবে। প্রতিরক্ষা ক্ষেত্রে তেমনভাবে কর্মী বৃদ্ধির ইঙ্গিত নেই। মহাকাশ, পারমাণবিক শক্তি, মন্ত্রিসভা সচিবালয়, তথ্য ও সম্প্রচার এবং বিদেশমন্ত্রকের কর্মী সংখ্যা তাত্পর্য্যপূর্ণভাবে বাড়তে চলেছে। উল্লেখ্য, ২০১৬-তে কর্মীসংখ্যা ১.৮৬ লক্ষ বাড়ানোর লক্ষ্য নিয়েছিল কেন্দ্র। কিন্তু আয়কর বিভাগ, শুল্ক বিভাগে নতুন নিয়োগ করা যায়নি। এরফলে এই বিভাগগুলিতে ২০১৫-র তুলনায় কর্মী সংখ্যা কমপক্ষে ২১ হাজার কমে গিয়েছে। নতুন করে নিযুক্ত কর্মীর থেকে অবসর নেওয়া কর্মীর সংখ্যা ছিল অনেক বেশি। বিদেশমন্ত্রকেও কর্মী সংখ্যা ২০১৬-র ৯,২৯৪ থেকে ২০১৮-তে বেড়ে হবে ১১,৪০৩। তথ্য ও সম্প্রচারমন্ত্রকেও দু বছর আগের ৪,০১২ থেকে কর্মী সংখ্যা বেড়ে ২০১৮-তে হবে ৬,২৫৮। মন্ত্রিসভার সচিবালয়ের কর্মী সংখ্যা ৯১২ থেকে আগামী বছরের মধ্যে বেড়ে হবে ১,২১৮। কেন্দ্রীয় পুলিশ বাহিনী ও দিল্লি পুলিশে কর্মী সংখ্যা ১০.০৮ লক্ষ থেকে বেড়ে হবে ১১.১৩ লক্ষ। এর ফলে কেন্দ্রের মোট কর্মী সংখ্যা ২০১৬-র মার্চের ৩২.৮৪ লক্ষ থেকে ২০১৮-র মার্চের মধ্যে বেড়ে হতে চলেছে ৩৫.৬৭ লক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















