৩ হাজার পর্ন সাইট ব্লক করা হয়েছে, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: মোট ৩ হাজারের মতো পর্নোগ্রাফি সাইট ব্লক করা হয়েছে বলে সংসদে জানাল কেন্দ্র।
বুধবার, লোকসভায় প্রশ্নোত্তর পর্বে, লিখিত জবাবের মাধ্যমে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়, শিশু পর্নোগ্রাফির অধিকাংশ সাইটই বিদেশে থেকে প্রচার করা হয়।
এই প্রসঙ্গে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা জানাতে গিয়ে কেন্দ্র জানায়, মহিলা ও শিশুর বিরুদ্ধে সাইবার ক্রাইম রুখতে একটি প্রকল্প শুরু করেছে কেন্দ্র। যা বিশেষ প্রতিষ্ঠানিক পদ্ধতি অনুযায়ী মহিলা ও শিশুদের ওপর সাইবার ক্রাইমের ঘটনা রুখতে সাহায্য করবে।
কেন্দ্র জানিয়েছে, পর্নোগ্রাফি সাইটের একটি তালিকা ইন্টারপোল-এর কাছে রয়েছে। সেই তালিকা অনুযায়ী কেন্দ্র সময়ে সময়ে বিভিন্ন সাইট ব্লক করতে থাকে।






















