এক্সপ্লোর
ভারতীয় দণ্ডবিধিতে ‘গণপিটুনি’ ধারা যুক্ত করার কথা ভাবছে কেন্দ্র

নয়াদিল্লি: দেশের বিভিন্ন জায়গায় একের পর এক গণপিটুনির ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধি সংশোধন করে ‘গণপিটুনি’ ধারা যুক্ত করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এমনই জানালেন এক আধিকারিক। তিনি বলেছেন, ‘সুপ্রিম কোর্ট গণপিটুনি রোখার জন্য কেন্দ্রকে নতুন আইন করার যে নির্দেশ দিয়েছে, সেটা খতিয়ে দেখতে হবে। ভারতীয় দণ্ডবিধি সংশোধন করার পাশাপাশি অন্য একটি উপায়ের কথাও ভাবা হচ্ছে। রাজ্যগুলি যাতে গণপিটুনি রুখতে পারে, তার জন্য খসড়া আইনও করা হতে পারে।’ ওই আধিকারিক আরও জানিয়েছেন, দণ্ডবিধি সংশোধন করা হলে সরকারকে আর কোনও নতুন আইন করতে হবে না। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে গুজব না ছড়ায়, তার জন্যও ব্যবস্থা নিতে পারে কেন্দ্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















