বছরে বেতন দেড় কোটি! দ্বাদশ শ্রেণির ছাত্রকে চাকরি দেওয়ার কথা অস্বীকার গুগলের, তদন্ত চণ্ডীগড় প্রশাসনের

চণ্ডীগড়: দ্বাদশ শ্রেণির চাত্রের গুগলে চাকরি হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ার দুদিন পর এই মর্মে রাজ্যের শিক্ষা দফতরের তরফে প্রকাশিত বিবৃতি নিয়ে তদন্ত শুরু করল চণ্ডীগড় প্রশাসন।
খবরে প্রকাশ, মঙ্গলবার কেন্দ্রীয় শাসিত অঞ্চল চণ্ডীগড়ের শিক্ষা সচিব বি এল শর্মা জানান, ওই পড়ুয়ার গুগলে চাকরি পাওয়ার খবর তাঁর জানা নেই। তিনি যোগ করেন, এই প্রেক্ষিতে স্কুল শিক্ষার অধিকর্তাকে নির্দেশ দিয়েছেন, গোটা ঘটনাটি খতিয়ে দেখতে।
এদিকে, অধিকর্তা রুবেন্দরজিত সিংহ ব্রারের সাফাই, তাঁকে ওই ছাত্রের স্কুলের প্রিন্সিপাল চাকরি পাওয়ার খবরটি দেন। যদিও, একইসঙ্গে তিনি জানিয়ে দেন, দফতর থেকে যে বিবৃতি জারি করা হয়েছে, তা তিনিও দেখেননি।
ব্রারের মতে, স্কুলের প্রিন্সিপাল একজন দায়িত্ববান ব্যক্তি। তিনি যখন জানিয়েছেন, নিশ্চয় কোনও ভিত্তি আছে। তিনি বলেন, আমি খতিয়ে দেখছি। আমি তাঁকে বলব বিস্তারিত জানাতে। তারপরই কোনও মন্তব্য করব। এমনকী, ওই ছাত্রের অন্য শিক্ষকরাও জানান, তাঁরা ছাত্রের মুখেই বিষয়টি শুনেছেন। কিন্তু, কোনও নথি দেখেননি।
প্রসঙ্গত, চণ্ডীগড়ের গভার্নমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র ১৬ বছরের কিশোর হর্ষিত শর্মাকে বছরে ১.৪৪ কোটি টাকার পারিশ্রমিকে গ্রাফিক ডিজাইনিংয়ের চাকরি দিয়েছে গুগল বলে খবর ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে, মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা জানিয়ে দেয়, তারা এমন কোনও চাকরির প্রস্তাব দেয়নি।






















