পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের দিকে রওনা দিল চন্দ্রযান-২
বিজ্ঞানীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত সব কিছু পরিকল্পনামাফিক চলছে। আগামী ৬ বা ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান।
বেঙ্গালুরু: চাঁদের দিকে আরও একধাপ এগলো চন্দ্রযান-২। উৎক্ষেপণের ২৩ দিন পর পৃথিবীর কক্ষপাথ ছাড়িয়ে চাঁদের কক্ষপথের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান।
ইসরোর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাত ২টো ২১ মিনিট নাগাদ চন্দ্রযানকে ‘ট্রান্স লুনার ইনসার্শান’-এ নিক্ষেপ করা হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত সব কিছু পরিকল্পনামাফিক চলছে। বিজ্ঞানীরা কয়েকটি দলে ভাগ হয়ে চন্দ্রযানের উপর সর্বক্ষণ নজর রাখছেন। আগামী ৬ বা ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান।
ইসরোর তরফে জানানো হয়েছে, মহাকাশযানের কক্ষপথের পরিধি বৃদ্ধির শেষ ধাপে এদিন তরল ইঞ্জিনকে ১২০৩ সেকেন্ডের জন্য চালানো হয়। গত ২৩ জুলাই থেকে ৬ অগাস্টের মধ্যে মোট ৫ বার চন্দ্রযান ২-এর কক্ষপথ বৃদ্ধি করার প্রয়োজনীয় ‘ম্যানুভারিং’ করা হয়।
#ISRO Today (August 14, 2019) after the Trans Lunar Insertion (TLI) maneuver operation, #Chandrayaan2 will depart from Earth's orbit and move towards the Moon. pic.twitter.com/k2zjvOBUE6
— ISRO (@isro) August 13, 2019
ইসরোর তরফে জানা গিয়েছে, আগামী ২০ অগাস্ট চাঁদের দিকে চূড়ান্ত যাত্রা শুরু করবে চন্দ্রযান। সেই সময় ফের একবার মহাকাশযানের তরল জ্বালানিকে প্রজ্জ্বলন করে চন্দ্রযান ২-কে লুনার অর্বিট বা চাঁদের কক্ষপথে প্রবেশ করানো হবে। প্রায় ১৩ দিন চাঁদের কক্ষপথে থেকে মহাকাশযানের থেকে আলাদা হবে ল্যান্ডার ‘বিক্রম’। আরও কয়েক দিন পর, আনুমানিক ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে অবতরণ ‘সফট ল্যান্ডিং’ করবে বিক্রম। তার পেট থেকে বেরিয়ে এসে চাঁদের পৃষ্ঠে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে রোভার ‘প্রজ্ঞান’। অন্যদিকে, মূল মহাকাশযানের সঙ্গে থাকা অর্বিটার সেই সময় চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবে।