এক্সপ্লোর
Advertisement
সব ভারতীয়রই তথ্যের অধিকার আইন সংশোধনের বিরোধিতা করা উচিত, দাবি রাহুল গাঁধীর
নয়াদিল্লি: কেন্দ্র তথ্যের অধিকার আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে তার তীব্র বিরোধিতা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি ট্যুইট করে বলেছেন, ‘সব ভারতীয়রই সত্য জানার অধিকার আছে। বিজেপি বিশ্বাস করে মানুষের কাছ থেকে সত্য গোপন করা উচিত এবং যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের প্রশ্ন করা উচিত নয় মানুষের। তথ্যের অধিকার আইনে যে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে, তার ফলে এই আইনটি গুরুত্বহীন হয়ে পড়বে। সব ভারতীয়রই এর বিরোধিতা করা উচিত।’
Every Indian has the right to know the truth. The BJP believes the truth must be hidden from the people and they must not question people in power. The changes proposed to the RTI will make it a useless Act. They must be opposed by every Indian. #SaveRTI pic.twitter.com/4mjBTwQnYK
— Rahul Gandhi (@RahulGandhi) July 19, 2018
গতকাল লোকসভায় লিখিত জবাবে কর্মীবৃন্দ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানান, মুখ্য তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের বেতন ও এই পদে থাকার মেয়াদের বিষয়ে নিয়ম চালু করার জন্য ২০০৫ সালের তথ্যের অধিকার আইন সংশোধন করতে চাইছে সরকার। ‘তথ্যের অধিকার (সংশোধনী) বিল ২০১৮’ পেশ করার জন্য রাজ্যসভায় নোটিসও দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাহুল।
এখন মুখ্য তথ্য কমিশনারের বেতন মুখ্য নির্বাচন কমিশনারের সমান। নির্বাচন কমিশনারদের সমান বেতন পান তথ্য কমিশনাররা। তাঁরা পাঁচ বছরের জন্য বা বয়স ৬৫ বছর হওয়া পর্যন্ত (এর মধ্যে যেটি আগে হবে) এই পদে থাকতে পারেন। কেন্দ্রীয় সরকার তথ্যের অধিকার আইনে বদল এনে তথ্য কমিশনারদের মেয়াদ, বেতন ও কাজের অন্যান্য শর্তের উপর নিয়ন্ত্রণ আনতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের। কংগ্রেস সহ বিভিন্ন দল জানিয়ে দিয়েছে, কেন্দ্র যদি তথ্যের অধিকার আইন লঘু করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে লড়াই জারি থাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement