এক্সপ্লোর
Advertisement
ছত্তীসগঢ়ে ৫০ লক্ষেরও বেশি মানুষকে বিনামূল্যে স্মার্টফোন দেবে রমন সিংহ সরকার
রায়পুর: ছত্তীসগঢ়ে ৫০ লক্ষেরও বেশি মানুষকে বিনামূল্যে স্মার্টফোন দিতে চলেছে রাজ্য সরকার। আগামী মাস থেকে এই স্মার্টফোন দেওয়ার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, আগামী মাস থেকে মুখ্যমন্ত্রী রমন সিংহের বিকাশ যাত্রা শুরু হওয়ার কথা। সেই যাত্রার সময়ই স্মার্টফোন বিতরণ শুরু হবে।
ছত্তীসগঢ় সরকার সূত্রে খবর, সঞ্চার ক্রান্তি যোজনায় রাজ্যের নাগরিকদের স্মার্টফোন দেওয়া হবে। গত বছর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মানুষের মধ্যে ডিজিট্যাল-বিভাজন কমানো হবে। সেই ঘোষণা অনুযায়ীই স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছত্তীসগঢ় ইনফোটেক প্রোমোশন সোসাইটি ফোন বিলির প্রস্তুতি শুরু করে দিয়েছে। দু’টি ভাগে ফোন দেওয়া হবে। প্রথম পর্যায়ে বিলি করা হবে ৩০ লক্ষ ফোন। পরবর্তী পর্যায়ে বাকি ফোনগুলি দেওয়া হবে। যে গ্রামগুলির জনসংখ্যা এক হাজারের বেশি, সেই গ্রামগুলিতে পরিবারের প্রধান মহিলাদের ৪০ লক্ষ ফোন দেওয়া হবে। শহরাঞ্চলে গরিব পরিবারগুলির প্রধান মহিলাদের দেওয়া হবে পাঁচ লক্ষ ফোন। কলেজের ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে পাঁচ লক্ষ ফোন।
ছত্তীসগঢ়ে এখন ২৯ শতাংশ গ্রামাঞ্চলে মোবাইল ফোনের সংযোগ আছে। সঞ্চার ক্রান্তি যোজনায় ১৩,৯০০টি গ্রামে মোবাইল ফোনের সংযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে নাগরিকদের বিনামূল্যে উন্নত প্রযুক্তিযুক্ত মোবাইল ফোন দেওয়া হবে। এর ফলে সাধারণ মানুষকে যেমন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়ে অবহিত করা যাবে, তেমনই তাঁরা যাবতীয় সুবিধা পাবেন। একইসঙ্গে স্মার্টফোনের সাহায্যে ডিজিট্যাল লেনদেনের মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন রাজ্যের নাগরিকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement