এক্সপ্লোর
Advertisement
রাজনের যোগ্য কি এনডিএ সরকার! চিদম্বরম
নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে রঘুরাম রাজনের অপসারণ চেয়ে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর সক্রিয় হয়ে ওঠার মধ্যেই মুখ খুললেন পি চিদম্বরম। রাজনের তিন বছরের বর্তমান মেয়াদ সেপ্টেম্বরে শেষ হচ্ছে। দ্বিতীয়বার তাঁকে গভর্নর করা উচিত কিনা, প্রশ্ন করা হলে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজনকে বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদদের একজন বলে উল্লেখ করে চিদম্বরম বলেন, আমার তো মনে হয়, সত্যিই এই সরকার ওঁর মতো লোককে ওই পদে পাওয়ার যোগ্য কিনা!
মোদী সরকারের দু বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিক বৈঠকে চিদম্বরম এদিন প্রথমে রাজনের ব্যাপারে স্বামীর মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবই দিতে চাননি। বলেন, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী রাজনের বিরুদ্ধে কিছু বললেই জবাব দেব।
রাজনের হয়ে মুখ খুলে তিনি বলেন, ইউপিএ সরকার দুনিয়ার সবচেয়ে কৃতী অর্থনীতিবিদদের একজনকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে বসিয়েছিল। তাঁর ওপর আমাদের পূর্ণ আস্থা ছিল, আজও আছে।
নরেন্দ্র মোদীকে দু দিন আগেই চিঠি দিয়ে স্বামী দাবি করেন, রাজন চড়া সুদের হার বহাল রাখার সিদ্ধান্তে অটল থাকায় দেশের ক্ষুদ্র-মাঝারি শিল্পে মন্দা দেখা দিয়েছে। এতে উত্পাদন কমেছে। পাশাপাশি আধা-দক্ষ শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন। সুতরাং তাঁকে গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হোক।
তবে অর্থমন্ত্রী হিসাবে তাঁরও কি সুদের হার নিয়ে রাজনের অবস্থানে আপত্তি ছিল কিনা, প্রশ্ন করা হলে চিদম্বরম বলেন, ইউপিএ সরকারের সব রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরদের সঙ্গেই খুব ভাল সম্পর্ক ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement