চিন শক্তিশালী, তবে ভারতও দুর্বল নয়: সেনাপ্রধান রাওয়াত
নয়াদিল্লি: চিন শক্তিশালী হতে পারে। তবে ভারতও কোনভাবেই দুর্বল নয়। প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন সেনাপ্রধান।
শুক্রবার, জেনারেল বিপিন রাওয়াত জানান, সময় এসেছে এবার (পশ্চিমপ্রান্ত থেকে সরিয়ে) উত্তরের দিকে নজর দেওয়ার। তাঁর মতে, যে কোনও বিদেশি আগ্রাসনের মোকাবিলা করতে প্রস্তুত সামরিক বাহিনী।
সাম্প্রতিককালে, ভারতের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রকে বিপুল আর্থিক সহায়তা দিয়ে নিজেদের দিকে টানার প্রক্রিয়া চালাচ্ছে চিন। এপ্রসঙ্গে, এদিন সেনাপ্রধান জানিয়ে দেন, ভারত তা হতে দেবে না। তিনি বলেন, চিন শক্তিশালী হতেই পারে। তাই বলে ভারত কোনও অংশে দুর্বল নয়।
এদেশের ভূখণ্ডে চিনা আগ্রাসন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, আমাদের ভূখণ্ডে অন্য দেশের অনুপ্রবেশ বরদাস্ত করব না। চিনের পাশাপাশি এদিন পাকিস্তানকেও একহাত নেন রাওয়াত। সন্ত্রাস মোকাবিলা নিয়ে পাকিস্তানের ভূমিকায় অসন্তুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসলামাবাদকে দেওয়া সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে।
সেনাপ্রধান বলেন, এর কী প্রভাব পড়ল, তা দেখার অপেক্ষায় থাকবে ভারত। তিনি যোগ করেন, পাকিস্তান জঙ্গিদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। আর ভারতীয় সেনা নিশ্চিত করে যাতে পাকিস্তান কঠিন সমস্যায় পড়ে।