চিঙ্কারা হত্যা: সলমনের মুক্তির বিরুদ্ধে রাজস্থানের আবেদন গৃহীত সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: চিঙ্কারা হত্যা মামলায় ফের অস্বস্তিতে সলমন খান। এই মামলায় বলিউড অভিনেতার অব্যাহতি পাওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজস্থান সরকারের আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট।
এদিন বিচারপতি এ কে সিকরি এবং বিচারপতি আর ভানুমতীর বেঞ্চ জানিয়ে দেয়, মামলাটির বিস্তারিত শুনানি হবে। এই প্রেক্ষিতে অভিনেতাকে নোটিশ পাঠিয়ে তাঁর জবাব চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত।
এই মামলায় ৫০ বছর বয়সী সলমনকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের হাজতবাসের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। গত ২৫ জুলাই রাজস্থান হাইকোর্ট সেই রায়কে খারিজ করে অভিনেতাকে দুটি মামলা থেকে মুক্ত করে।
আরও পড়ুন:
সলমনই চিঙ্কারা শিকার করেছিলেন, দাবি গাড়ির চালকের
এর বিরুদ্ধেই গতমাসে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজস্থান সরকার। সরকারের তরফে সওয়াল করা অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল শিবমঙ্গল শর্মা জানান, সলমনকে তথ্যপ্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু, উচ্চ আদালত কার্যকরী ত্রুটিকে হাতিয়ার করে রায় খারিজ করে দেয়।
সরকারের দাবি, ছোট্ট ভুলের জন্য গোটা প্রক্রিয়াটাকে ভুল বলা চলে না। কিন্তু হাইকোর্ট সেটাই করেছে। শর্মা আরও জানান, অভিনেতার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী হরিশ দুলানি এবং গাড়িচালকের বয়ানকে চ্যালেঞ্জ করার অনেক সুযোগ ছিল। কিন্তু, তা যখন হয়নি, তখন দুজনের বয়ানকেই সত্যি ধরা উচিত।
আরও পড়ুন:
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় রেহাই পেলেন সলমন
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ২৬ ও ২৭ সেপ্টেম্বর রাজস্থানের ভাওয়াড়ে দুটি চিঙ্কারা এবং ২৮-২৯ সেপ্টেম্বর মাথানিয়াতে একটি চিঙ্কারা হত্যা করার অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। ২০০৬ সালের এপ্রিলে দুটি মামলায় সলমনকে যথাক্রমে এক বছর ও পাঁচ বছর সাজা দেয় নিম্ন আদালত।






















