(Source: ECI/ABP News/ABP Majha)
দিল্লি: সহপাঠিনীর জলের বোতল থেকে ‘অ্যাসিড’ খেয়ে মৃত পঞ্চম শ্রেণির ছাত্রী
নয়াদিল্লি: সহপাঠিনীর জলের বোতল থেকে পানীয় খেয়ে মারা গেল বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির এক বালিকা। পুলিশের অনুমান, ওই বোতলে ‘অ্যাসিড-জাতীয়’ পদার্থ ছিল। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহার অঞ্চলে। ঘটনায় প্রকাশ, স্কুলে মধ্যাহ্নভোজনের পর সহপাঠিনীর জলের বোতল থেকে খায় মৃত বালিকা। কিছুক্ষণ পর, ক্লাসরুমের মধ্যেই বমি করতে শুরু করে ১১ বছরের মেয়েটি। সঙ্গে সঙ্গে তাকে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। ডিসিপি অতুল কুমার ঠাকুর জানান, মামলা দায়ের করা হয়েছে এবং সেই মোতাবেক তদন্ত শুরু হয়েছে। ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুলিশের দাবি, যে জায়গায় মেয়েটি বমি করেছিল, সেখানে মেঝের রং নষ্ট হয়ে গিয়েছে। যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান, মেয়েটি ‘অ্যাসিড-জাতীয়’ কিছু খেয়ে ফেলেছিল। যে বোতল থেকে মেয়েটি খেয়েছিল, তা বাজেয়াপ্ত করে ফরেন্সিকে পাঠানো হয়েছে। পাশাপাশি, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মেয়েটির ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।