এক্সপ্লোর
Advertisement
গঙ্গা পরিষ্কারের দায়িত্ব সবার, বললেন আদিত্যনাথ
লখনউ: গঙ্গার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবিরলতা বজায় রাখার দায়িত্ব সবার। কারণ, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের সঙ্গে গঙ্গার যোগ রয়েছে। এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গঙ্গা পরিষ্কারের জন্য পৃথক মন্ত্রক গড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
উত্তরপ্রদেশ পুলিশের হোমগার্ডদের আয়োজিত ‘নমামি গঙ্গে জাগৃতি যাত্রা’-র উদ্বোধনী অনুষ্ঠানে আদিত্যনাথ বলেছেন, ‘কেন্দ্রের বর্তমান সরকার গঙ্গার পরিচ্ছন্নতা এবং সদা বয়ে চলা প্রকৃতি বজায় রাখার জন্য কাজ করছে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার সদা বয়ে চলা প্রকৃতি বজায় রাখার জন্য ২০১৪ সালের জুলাইয়ে নমামি গঙ্গে পরিযোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে জোরদার করার জন্য গঙ্গার তীরে ১,৩০ কোটিরও বেশি গাছের চারা লাগানো হয়েছে। গঙ্গার তীরে ১,৬২৭টি গ্রামে প্রকাশ্যে মল-মূত্র ত্যাগ বন্ধ করে দেওয়া হয়েছে।’
কেন্দ্রের মতোই উত্তরপ্রদেশ সরকারও গঙ্গা পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আদিত্যনাথ। তিনি গঙ্গা পরিষ্কারে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, ‘পুজোর কোনও সামগ্রী বা কঠিন বর্জ্য গঙ্গায় ফেলা উচিত নয়। আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের সঙ্গে গঙ্গা সরাসরি যুক্ত। উত্তর ভারতে গঙ্গা ও যমুনার মতো নদী না থাকলে এই অঞ্চল মরুভূমিতে পরিণত হত। তবে প্রকৃতির বদান্যতায় এই অঞ্চলে নদীগুলি আছে। নদীগুলিকে রক্ষা করা স্থানীয় মানুষের দায়িত্ব।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement