এক্সপ্লোর
Advertisement
‘মধ্যপ্রদেশের রাস্তা আমেরিকার থেকেও ভালো’, মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড শিবরাজ
নয়াদিল্লি: ইন্দো-মার্কিন স্ট্র্যাটেজিক ফোরামে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। রাজ্য মার্কিন লগ্নি আনাই তাঁর সফরের লক্ষ্য। ফোরামে বক্তব্য রাখতে গিয়ে এমন একটি মন্তব্য শিবরাজ করেছেন, যা সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। ফোরামে বক্তব্য করতে গিয়ে শিবরাজ বলেছেন, আমেরিকার থেকেও মধ্যপ্রদেশের রাস্তা অনেক বেশি ভালো।
শিবরাজের এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুরি ভুরি প্রতিক্রিয়া দেখা গিয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ট্রোলও করা হয়েছে। শিবরাজ ফোরামে বলেছেন, গত ১২ বছর ধরে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বুঝতে পেরেছেন যে, রাজ্যকে উন্নত করতে হলে পরিকাঠামোর দিকে নজর দিতে হবে। সেজন্য তিনি রাস্তার ওপর গুরুত্ব দিয়েছেন এবং মধ্যপ্রদেশে দারুন সব রাস্তা তৈরি করেছেন।
এখানেই থেমে যাননি শিবরাজ। তিনি আরও বলেছেন, ওয়াশিংটনে পা রেখেই তিনি বুঝতে পেরেছেন মধ্যপ্রদেশের রাস্তা ওয়াশিংটনের থেকেও ভালো।
এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে পড়েছেন শিবরাজ।
Underwater Tunnel for gwalior {M.P} ????????????#MPRoads pic.twitter.com/mgVXObCzRd
— james™ (जुमलेबाज) (@deniel_007) October 24, 2017
Approach road to airport at Jabalpur ???????? #MPRoads pic.twitter.com/rjf7dT3O1V — manoj ☕️ (@ManojG7) October 24, 2017ট্যুইটার ব্যবহারকারীরা বন্যার জলে ভেসে যাওয়া মধ্যপ্রদেশে রাস্তাঘাট এবং আমেরিকার মসৃণ ও পরিচ্ছন্ন রাস্তাঘাটের ছবি পোস্ট করে বিঁধেছেন শিবরাজকে। সেই সব ছবিতে দেওয়া হয়েছে ব্যঙ্গাত্মক ক্যাপশন।
Which is why he thought MP roads are better. pic.twitter.com/rl9oCS3bix
— Hasiba (@HasibaAmin) October 24, 2017
কেউ কেউ আবার রাজ্যে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাওযার সময় পুলিশ কর্মীদের মুখ্যমন্ত্রীকে জল ভেঙে নিয়ে যাওয়ার ছবিও পোস্ট করেছেন। এই ছবিটি ঘিরে আগেও সমালোচনার মুখে পড়েছিলেন শিবরাজ।
সোশ্যাল মিডিয়ায় #এমপিরোডস ট্রেন্ডিংও শুরু হয়। এই হ্যাশট্যাগ ব্যবহার করেই ট্যুইটার ব্যবহারকারীরা কটাক্ষ করেছেন শিবরাজকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement