ট্র্যাকিওস্টমি টিউব ভালভের মাধ্যমে কথা বলছেন জয়ললিতা, জানালেন অ্যাপোলো চেয়ারম্যান
চেন্নাই: শারীরিকভাবে অনেকটাই সুস্থ, ট্র্যাকিওস্টমি টিউব ভালভের মাধ্যমে কথা বলছেন জয়ললিতা, জানালেন অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান ড. প্রতাপ সি রেড্ডি। তবে এখনও চিকিত্সাধীন রয়েছেন তামিলনাড়ূর মুখ্যমন্ত্রী।
রেড্ডি জানিয়েছেন, জয়া আম্মার পুরো শরীরেই ফিজিওথেরাপি চলছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে জ্বর এবং ডিহাইড্রেশন নিয়ে হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। কিছুদিন আগেই ক্রিটিকাল কেয়ার ইউনিট থেকে আলাদা ঘরে রাখা হয় জয়ললিতাকে।
জয়ললিতার কথা বলতে অসুবিধা হচ্ছে কি না, জিজ্ঞাসা করা হলে অ্যাপোলো-র চেয়ারম্যান বলেন, ধীরে ধীরে কথা বলছেন তিনি। রেড্ডি আরও বলেন, এই অবস্থায় সাধারণত রোগীরা কথা বলতে পারেন না। এর সঙ্গে স্পিকার লাগাতে হয়। স্পিকার ভালভের মাধ্যমে ধীরে ধীরে কথা বলেছেন জয়া আম্মা। তবে তিনি এও জানিয়েছেন, এই ভালভ কয়েকদিনের জন্যই। কিছুদিন পর আর এই ভালভের প্রয়োজন হবে না তাঁর। এখন তিনি ৯০ শতাংশ নিজেই শ্বাস প্রশ্বাস নিতে পারছেন। এখন শুধু অপেক্ষার নিজের পায়ে হাঁটার। রেড্ডি আরও বলেন, কবে তিনি বাড়ি ফিরবেন, সেই সিদ্ধান্তও জয়া আম্মাই নেবেন। স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্যসচিব নন।