এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কয়লা কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া, প্রাক্তন কয়লা সচিব
নয়াদিল্লি: কয়লা কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া। দোষী সাব্যস্ত করা হয়েছে প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্ত, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব অশোক কুমার বসু সহ মোট ৪ জনকে। আগামীকাল এই মামলায় সাজা ঘোষণা করবে দিল্লির বিশেষ সিবিআই আদালত।
ঝাড়খণ্ডের রাজহারা উত্তর কয়লা ব্লক কলকাতার ভিনি আয়রন অ্যান্ড স্টিল উদ্যোগ লিমিটেড (ভিআইএসইউএল)-কে বরাদ্দে বেনিয়মের জন্য তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে।
সিবিআইয়ের অভিযোগ, ভিআইএসইউএল রাজহারা উত্তর কয়লা ব্লক বরাদ্দের জন্য ২০০৭-এর ৮ জানুয়ারি আবেদন জানায়। যদিও রাজস্থান সরকার এবং ইস্পাত মন্ত্রক এই কোম্পানিকে ব্লক বরাদ্দের জন্য সুপারিশ করেনি। কিন্তু ৩৬ তম স্ক্রিনিং কমিটি অভিযুক্ত সংস্থাকে ব্লক বরাদ্দের সুপারিশ করে।কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রের ইউপিএ সরকারের আমলে দুই বছর কয়লা সচিব ছিলেন এইচসি গুপ্তা। ২০০৮-এ অবসর গ্রহণ করেন তিনি। প্রাক্তন এই আমলা নিলাম পদ্ধতির ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করেননি। এরফলে করদাতাদের কয়েক কোটি টাকা লোকসান হয়েছে।
সিবিআইয়ের দাবি ওই সময় স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান ছিলেন গুপ্তা। সেই সময় কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। গুপ্তা ব্লক বন্টন সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীর কাছে লুকিয়ে ছিলেন। তিনি মনমোহনকে জানাননি যে,ঝাড়খণ্ড ভিআইএসইউএল-এর নাম সুপারিশ করেননি।
সিবিআইয়ের অভিযোগ, কোড়া, বসু ও আরও দুই অভিযুক্ত জনপ্রতিনিধি কয়লা ব্লক বন্টনে কোম্পানির প্রতি দাক্ষিণ্য প্রদর্শনের জন্য যড়যন্ত্র করেছিলেন।
অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement